Web Analytics
দেশ / Country

বলিভিয়ায় কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালে ব্লুমিং ও রিয়াল ওরুরোর ম্যাচে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। ম্যাচটি ২–২ গোলে শেষ হলেও ব্লুমিং অ্যাগ্রিগেটে সেমিফাইনালে ওঠে। কিন্তু ম্যাচ শেষে উদযাপনকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে মারামারি শুরু হয়। বলিভিয়ান গণমাধ্যম এল পোতোসি জানায়, রিয়াল ওরুরোর সেবাস্তিয়ান জেবায়োস ও হুলিও ভিলাওয়ের অংশগ্রহণে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওরুরো কোচ মার্সেলো রোব্লেদো আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ জন পুলিশ মাঠে প্রবেশ করে এবং টিয়ার গ্যাস ব্যবহার করে। সরকারি রিপোর্টে বলা হয়েছে, ব্লুমিংয়ের সাতজন ও ওরুরোর চারজন খেলোয়াড়সহ দুই দলের কোচ ও সহকারীরা লাল কার্ড দেখেছেন—মোট ১৭ জন। সহিংস আচরণের কারণে ব্লুমিংয়ের ছয়জন খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

28 Nov 25 1NOJOR

বলিভিয়ার কোপা বলিভিয়ার ম্যাচে মারামারির পর ১৭ জন খেলোয়াড় ও কোচ লাল কার্ড দেখেন

প্রায় দুই দশকের বামপন্থী আধিপত্যের পর বলিভিয়ায় ইতিহাসিক প্রেসিডেন্টিয়াল রানঅফ হতে যাচ্ছে। মধ্য-ডানপন্থী সিনেটর রদ্রিগো পাজ পেরেইরা ৩২.১% ভোট নিয়ে এগিয়ে আছেন, এরপর সাবেক প্রেসিডেন্ট হোর্হে ‘টুটো’ কিরোগা ২৬.৯% ভোট পেয়েছেন। এমএএসের প্রার্থী এডুয়ার্দো দেল কাস্তিয়ো মাত্র ৩.১৫% ভোট পেয়েছেন, তবুও দলীয় নিবন্ধন রক্ষা হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্যবসায়ী স্যামুয়েল দোরিয়া মেদিনা পেরেইরাকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এবার চূড়ান্ত লড়াই হবে দুই ডানপন্থী প্রার্থীর মধ্যে।

অর্থনৈতিক সংকটের মধ্যে বলিভিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার পর এই অস্থিরতা শুরু হয়, যা তার সমর্থকদের ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ১১ জুন মোরালেসের সমর্থকরা লা পাজ ও কোচাবাম্বার মধ্যে প্রধান সড়ক অবরোধ করে পরিস্থিতি আরও জটিল করেছে। পূর্বের সংঘর্ষে অনেকে আহত হওয়া দেশটির রাজনৈতিক সংকটকে ফুটিয়ে তোলে।

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে খাদে পড়ার ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১২-১৪ জন। এরমধ্যে শিশু রয়েছেন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন আহত নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। পুলিশ ধারণা করছেন, উচ্চ গতিতে বাস চালানোর কারণে এইরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

Card image

গত ২৪ ঘন্টায় একনজরে ৬০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।