Web Analytics
দেশ / Country

ডোমিনিকান প্রজাতন্ত্রে রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২১ জনে। ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে, জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল ‘জেট সেট’ নামের ওই নাইটক্লাবে। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরোয়া এক ভিডিও বার্তায় জানান, ‘আজ উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখন সময় হয়েছে বোঝার ও ব্যাখ্যা করার যে আসলে কী ঘটেছিল।’ জরুরি সেবাকর্মীরা ক্লাবের ধ্বংসস্তূপ থেকে প্রায় ২০০ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছেন।

Card image

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড় আছেন। ১৫৫ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছাদধসে পড়ার সময় সেখানে কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ড দল গান পরিবেশন করার সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও আত্মচিৎকার শোনা যায়।

Card image

গত ২৪ ঘন্টায় একনজরে ৮৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।