বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বার টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮ জানুয়ারি ২০২৬ রাতে ফেসবুকে প্রকাশিত এক পোস্টে দুই নেতার এই ফোনালাপের তথ্য জানানো হয়। আলোচনায় তারা দ্বিপাক্ষিক বিষয় ও সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন এবং ১০ জানুয়ারি জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অধিবেশন আহ্বানের প্রশংসা করেন।
এর আগে ৪ জানুয়ারি বেইজিং সফরকালে ইসহাক দার প্রথমবার তৌহিদ হোসেনকে ফোন করেন। সে সময় তিনি পাকিস্তান-চীন সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিচ্ছিলেন। ওই আলোচনায় দুই পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেন এবং ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।
এই ধারাবাহিক যোগাযোগ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহকে প্রতিফলিত করছে।
বাংলাদেশ-পাকিস্তান কূটনীতিকদের তিন দিনের ব্যবধানে দ্বিতীয় ফোনালাপ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ঢাকার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে জানানো হয়েছে যে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।
বিএনপির ফেসবুক পোস্ট অনুযায়ী, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। প্রতিবেদনে সাক্ষাতের আলোচ্য বিষয় বা সময়কাল সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। অনলাইন পত্রিকা ‘আমার দেশ’ এই খবরটি প্রকাশ করেছে।
সাক্ষাৎ শেষে কোনো পক্ষের আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া সংবাদে উল্লেখ করা হয়নি।
ঢাকায় বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
নীলফামারী জেলা সদর ও উপজেলার বাজারে হঠাৎ এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, কিছু ডিলার ও পরিবেশক সরকার নির্ধারিত দাম অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের সরকারি দাম ১,৩০৬ টাকা হলেও বাজারে তা ১,৮০০ থেকে ২,১০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সাধারণ ভোক্তা, হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। অল্প কিছু সিলিন্ডার এলেও তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে মেমো ছাড়াই বেশি দামে বিক্রি হচ্ছে। ভোক্তা ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দাম বাড়ার গুজব ছড়ানোর পর থেকেই ডিলাররা মজুতদারি শুরু করেন। অন্যদিকে এক পরিবেশক প্রতিনিধি পরিবহন ব্যয় বৃদ্ধিকে দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞ ও ভোক্তারা দ্রুত প্রশাসনিক অভিযান চালিয়ে মজুতদারি, অতিরিক্ত দাম আদায় ও মেমোবিহীন বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, নইলে সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন।
নীলফামারীতে এলপিজি সংকট, ডিলারদের বিরুদ্ধে মজুত ও অতিরিক্ত দামের অভিযোগ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত অংশীজন মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটিই যুক্তিযুক্ত।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে যেতে পারে, তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। এক মাস পরই নির্বাচন, তাই সরকারের মনোযোগ এখন নির্বাচনের দিকেই। নির্বাচনের পর নতুন সরকার আগের কাজ বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় গভর্নর আরও বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেঁড়া-ফাটা নোটের সমস্যা কমবে এবং নতুন ট্রেড লাইসেন্সে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন বাড়বে। তিনি দেশের আমদানিনীতিকে জটিল বলে উল্লেখ করেন এবং জানান, কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মতো পণ্য আমদানি না হওয়ায় বাজারে দাম বেড়ে যায়।
নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা হবে না বলে জানালেন গভর্নর
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ১১ জানুয়ারি সকালে ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে রাত প্রায় ৯টার দিকে বগুড়ায় পৌঁছাবেন। সেদিন তিনি নাজ গার্ডেন হোটেলে অবস্থান করবেন বলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নিশ্চিত করেছেন। এর আগে নবপ্রতিষ্ঠিত পাঁচ তারকা হোটেল মম-ইনে অবস্থানের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত নাজ গার্ডেন হোটেলেই থাকার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
হোটেল সূত্র জানিয়েছে, তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা বিএনপিও তার অবস্থানকালীন নিরাপত্তা ও নেতাকর্মীদের উপস্থিতি ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি, যা পূর্বে আলতাফুন্নেছা খেলার মাঠে হওয়ার সম্ভাবনা ছিল।
গণদোয়া শেষে তারেক রহমান রংপুরে গিয়ে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম সফর শেষে ঢাকায় ফিরবেন।
১১ জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চলে শুক্রবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ককটেল, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর, মধ্যর চর ও কদমীর চর এলাকায় ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া অভিযানে পাঁচজনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচটি শটগান কার্তুজ, আটটি ককটেল, দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শক যন্ত্র, একটি মোবাইল ফোন এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮ টাকা।
খালিয়ার চর এলাকার জাহানারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানে ৯ পদাতিক ডিভিশনের অধীন ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির ১৪০ জন সেনা সদস্য ও ১০ জন পুলিশ অংশ নেন। গত বছরের আগস্ট থেকে এই ইউনিটটি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আড়াইহাজারে মোতায়েন রয়েছে। চরাঞ্চলটি নদী দ্বারা বেষ্টিত ও দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের জানান, এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক তৎপরতা কমবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, পাঁচজন আটক
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শুক্রবার জানিয়েছে যে ঢাকার আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে স্থাপিত একটি বিতরণ পাইপলাইন মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রাজধানীজুড়ে গ্যাসের অত্যন্ত স্বল্পচাপ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন এলাকায় সরবরাহ ব্যাহত হয়েছে।
সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশ করে। একই সঙ্গে শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ দেখা দেয়। তিতাস গ্যাস জানিয়েছে, সমস্যা সমাধানে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত স্বাভাবিক সরবরাহ পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে।
আমিনবাজারে পাইপলাইন ক্ষতিতে ঢাকাজুড়ে গ্যাসের স্বল্পচাপ, জানাল তিতাস গ্যাস
গীতিকার, খতিব ও ইসলামি আলোচক মুফতি মুশাহিদ মুনাওয়ার শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করে ছয়টি ইসলামি নাশিদ প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামী এই বীরকে নিয়ে লেখা নাশিদগুলো ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘দিলমে হাদি’, ‘আয় হাদি ফিরে আয়’ ও ‘জানাও ইন্টেরিম’সহ এসব নাশিদে শহীদের আত্মত্যাগ, বিচারহীনতা ও স্মৃতিচারণ সংযত কিন্তু দৃঢ় ভাষায় উঠে এসেছে। মুশাহিদ মুনাওয়ার জানিয়েছেন, শহীদ ওসমান হাদিকে নিয়ে আরও চারটি নাশিদ প্রকাশের প্রস্তুতি চলছে।
‘দিলমে হাদি’ নাশিদে কণ্ঠ দিয়েছেন সায়নান সায়েম, আর ‘আয় হাদি ফিরে আয়’ সুর করেছেন আবু উবায়দা, কণ্ঠ দিয়েছেন কাজী মাশকুরে এলাহী। এই গানগুলোতে শহীদের অনুপস্থিতি ও শূন্যতার বেদনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। অন্যদিকে ‘জানাও ইন্টেরিম’ নাশিদে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দ্রুত বাস্তবায়নের দাবি তোলা হয়েছে, যা তরুণ শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।
মুশাহিদ মুনাওয়ার বলেন, শহীদদের স্মৃতি যেন প্রজন্মের চেতনায় স্থায়ীভাবে জায়গা করে নেয়, সেই ভাবনা থেকেই এসব নাশিদ রচিত। সংস্কৃতি সংশ্লিষ্টদের মতে, এই নাশিদগুলো সমসাময়িক ইসলামি সংগীতে গুরুত্বপূর্ণ সংযোজন এবং সময়ের সাংস্কৃতিক দলিল হিসেবে বিবেচিত হতে পারে।
মুফতি মুশাহিদ মুনাওয়ারের ছয় নাশিদে শহীদ ওসমান হাদিকে ঘিরে সাংস্কৃতিক আলোচনার সৃষ্টি
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আশা প্রকাশ করেছেন যে আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ নেবে। শুক্রবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে। পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, দ্রুতই মিলের উৎপাদন শুরু হবে এবং বিসিআইসি সে লক্ষ্যে কাজ করছে।
নির্বাচিত সরকার নতুন শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থান ও উৎপাদন বাড়াবে বলে আশা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগপন্থী চার শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের বৈঠকে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে শোকজ নোটিশ দেওয়া হবে।
চার শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মশিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ জানান, তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং শোকজ নোটিশ দেওয়া হবে।
সিন্ডিকেটের এই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিষয়ক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা শিক্ষকদের জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণ করবে।
ঢাবির চার আওয়ামীপন্থী শিক্ষককে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি নির্ধারিত সময়সূচির বৈঠক নয় এবং কোনো নির্দিষ্ট এজেন্ডাও নেই। তবে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। এই আহ্বান বিএনপির নেতৃত্বের মধ্যে জরুরি আলোচনার প্রয়োজনীয়তা নির্দেশ করছে।
বৈঠকে আলোচ্য বিষয় বা সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তারেক রহমানের আহ্বানে শুক্রবার রাতে গুলশানে বিএনপির জরুরি বৈঠক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্টে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তামিমের এক বক্তব্যের সূত্র ধরে দেওয়া ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় এবং ক্রিকেট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কোয়াব এক বিবৃতিতে জানায়, তারা এই মন্তব্যে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ এবং এটিকে দেশের ক্রিকেট সমাজের জন্য অপমানজনক বলে উল্লেখ করে।
বিবৃতিতে কোয়াব জানায়, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালকের এমন মন্তব্য চরম নিন্দনীয় এবং এটি বিসিবি কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে প্রশ্ন তোলে। সংগঠনটি ইতিমধ্যে বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। কোয়াব আশা প্রকাশ করেছে যে, বিসিবি সভাপতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এই ঘটনায় ক্রিকেট অঙ্গনে বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে কোয়াবের তীব্র প্রতিবাদ
বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে। ১ জানুয়ারি থেকে বিতরণ শুরু হওয়া নতুন বইগুলোতে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, পরবর্তী রাজনৈতিক ইতিহাস এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়েছে, যেখানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করা ছিল। বইগুলোতে জিয়ার রাজনৈতিক, কৃষি ও অর্থনৈতিক অবদানও তুলে ধরা হয়েছে।
নতুন সংস্করণে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ উপাধি বাদ দেওয়া হয়েছে। এতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পতন এবং তার শাসনামলকে কর্তৃত্ববাদী হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞদের সুপারিশ ও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির অনুমোদনে এসব পরিবর্তন আনা হয়েছে।
এনসিটিবি কর্মকর্তাদের মতে, এসব সংশোধনের লক্ষ্য দেশের রাজনৈতিক ইতিহাসকে বাস্তব ও ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা এবং পাঠ্যবইকে অতিরঞ্জিত বা চাপানো ইতিহাস থেকে মুক্ত রাখা।
২০২৬ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাদ শেখ মুজিবের ভাষণ
বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনায় রাজধানী ঢাকার জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা ও পলিথিন, আর ফুটপাতগুলো উন্মুক্ত প্রস্রাবখানায় পরিণত হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্যমতে, ১২৯টি ওয়ার্ডে প্রতিদিন ৬ হাজার ৮০০ থেকে ৭ হাজার ৫০০ টন বর্জ্য উৎপন্ন হয়, যার ৫৫ শতাংশই সংগ্রহ করা হয় না। গত সাত বছরে প্রায় ৩ হাজার ৩২৩ কোটি টাকা ব্যয় সত্ত্বেও ২৫০টিরও বেশি অনিয়ন্ত্রিত ভাগাড় রয়ে গেছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
সরেজমিনে দেখা গেছে, বর্জ্য সংগ্রহকারীরা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন, ফলে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বর্জ্য ব্যবস্থাপনার চার ধাপের প্রতিটিতেই দুর্বলতা রয়েছে, বিশেষ করে পুনর্ব্যবহার ও নিষ্পত্তির ক্ষেত্রে। আন্তর্জাতিক সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এর এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় প্রতিদিন ৬ হাজার ৪৬৫ টন বর্জ্য উৎপন্ন হয়, যার অধিকাংশই আমিনবাজার ও মাতুয়াইলের প্রায় পূর্ণ ল্যান্ডফিলে ফেলা হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে মাটি ও ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে এবং মিথেন গ্যাস নির্গমনের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে।
সিটি করপোরেশন কর্মকর্তারা জনবল ও যন্ত্রপাতির ঘাটতির কথা স্বীকার করে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।
ঢাকায় বর্জ্য সংকট তীব্র, জনস্বাস্থ্য ও পরিবেশে হুমকি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে ময়মনসিংহের শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যা থেকে বলা যায় নির্বাচনে সমান সুযোগ নেই। ছোট-বড় সব দলের জন্যই সমান সুযোগ রয়েছে এবং নির্বাচনি পরিবেশ ভালো রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে মাজারে হামলার ঘটনাকে তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেন। এর আগে সকালে তিনি ময়মনসিংহের জুবলী রোডে বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।
প্রেস সচিব জানান, সরকার নির্বাচনি পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সরকার জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১২১টি দেশে ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর থেকে ধাপে ধাপে ব্যালট পাঠানো শুরু হয় এবং তিন সপ্তাহের মধ্যে তা শেষ হয়। বাংলাদেশ ডাক বিভাগ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ, এমিরেটস, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ব্যালট পাঠানোর কাজ শেষ করে।
‘আউট অব কান্ট্রি ভোটিং’ (ওসিভি) কার্যক্রমটি ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক বিভাগ, সিভিল অ্যাভিয়েশন ও সংশ্লিষ্ট এয়ারলাইনসের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয়। ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার জানান, প্রায় ৩ হাজার প্রবাসী ভোটার ভুল ঠিকানা দেওয়ায় তাদের কাছে ব্যালট পাঠানো সম্ভব হয়নি। দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন, যাদের কাছে ২১ জানুয়ারি থেকে ব্যালট পাঠানো শুরু হবে।
ইসির তথ্যমতে, সৌদি আরবে সর্বাধিক ব্যালট পাঠানো হয়েছে, এরপর মালয়েশিয়া, কাতার ও ওমান। মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
১২১ দেশে ৭ লাখ ৬৭ হাজার ২৮ প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠালো ইসি
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। শুক্রবার সকালে দিনাজপুরের সেনা ময়দানে ভোটের গাড়ির প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আগের মতো বাঁধাধরা নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মোড়।
মুহাম্মদ ফাওজুল কবির জানান, নির্বাচনের সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যারা সংস্কার, সংসদীয় গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না, তারা ‘না’ ভোট দিতে পারবেন। কাউকে ভোট দিতে বাধ্য করা হবে না। তিনি উল্লেখ করেন, এই সংস্কারের জন্য ১ হাজার ৪০০ মানুষ প্রাণ দিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। সরকার তাদের ত্যাগের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, অতীতের জুলাই অভ্যুত্থানে মানুষ ভোট দিতে পারেনি বা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হতে পারেননি। এবার নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন, যেখানে ধর্ম, দল বা বর্ণ নির্বিশেষে জনগণের পছন্দের প্রার্থী বিজয়ী হবেন।
উপদেষ্টা বললেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সংস্কার গণভোটের মাধ্যমে নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ
২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভে নিহত ও আহতদের পরিবার চার বছর পরও ন্যায়বিচারের আশায় দিন গুনছে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ১৭ মুসল্লি নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর ৫৪টি মামলা হলেও প্রকৃত দায়ীদের কেউ এখনো বিচারের মুখোমুখি হয়নি।
ঘটনার পর পুলিশ ১০ হাজারের বেশি ধর্মপ্রাণ মানুষ ও আলেমকে আসামি করে, যার ফলে বহু ইমাম ও মাদরাসা শিক্ষক চাকরিচ্যুত ও গ্রেপ্তার হন। ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করে যে তারা ন্যায়বিচারের পরিবর্তে হয়রানির শিকার হয়েছেন। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের অধীনে তদন্ত শুরু হলেও অগ্রগতি ধীরগতির।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে, যেখানে সাবেক এমপি ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং একজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভে নিহতদের পরিবার চার বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায়
সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের নির্দেশে এই দুই আসনে কোনো ভোট কার্যক্রম না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আপাতত এই দুই আসনে নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল চলবে ১১ জানুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি, এবং প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিত
২০২৬ সালের ৪ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া জোরপূর্বক গুম সম্পর্কিত কমিশনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম তদন্তে সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ বোর্ড কোনো সিদ্ধান্তে না পৌঁছেই রহস্যজনকভাবে বিলুপ্ত হয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে গঠিত এই বোর্ডের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। প্রায় দুই সপ্তাহ ধরে বোর্ডটি প্রায় ৬০ জন কর্মকর্তা ও সৈনিকের সাক্ষাৎকার নেয় এবং তাদের জবানবন্দি অডিও, ভিডিও ও লিখিতভাবে রেকর্ড করে। কিন্তু কমিশন জানায়, বোর্ডের কোনো চূড়ান্ত প্রতিবেদন বা সংগৃহীত প্রমাণের অস্তিত্ব পরে আর পাওয়া যায়নি।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, বোর্ডটি ‘ঊর্ধ্বতনের আদেশে’ কাজ বন্ধ করে দেয় এবং সংগৃহীত উপকরণ পরবর্তীতে অনুপলব্ধ হয়ে পড়ে। কমিশন উল্লেখ করে, এমন নির্দেশ কেবল সেনাবাহিনী প্রধানের কাছ থেকেই আসতে পারে। সাক্ষীরা কমিশনকে জানান, তারা গুম ও নির্যাতনের ঘটনাগুলোর বর্ণনা দিয়েছিলেন, যার মধ্যে একজন সৈনিক নিজেকে ইলিয়াস আলী অপহরণ অভিযানে অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করেন।
কমিশন উপসংহারে জানায়, তদন্তের এই আকস্মিক বন্ধ হওয়া ও প্রমাণ হারিয়ে যাওয়া জবাবদিহির পথে প্রাতিষ্ঠানিক বাধার স্পষ্ট উদাহরণ এবং অভ্যন্তরীণ সামরিক তদন্তের প্রতি আস্থা দুর্বল করেছে।
ইলিয়াস আলী গুম তদন্তে সেনা বোর্ড বিলুপ্ত, কমিশনের মতে প্রাতিষ্ঠানিক বাধা
গত ২৪ ঘন্টায় একনজরে ১০০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।