হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের আগে এ মন্তব্য করেন তিনি। ২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা অরবান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, ইউক্রেনকে সামরিক সহায়তার বিরোধী এবং এর ইইউ সদস্যপদ ঠেকাতে চান। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতার পক্ষে ইইউ বিবৃতিতে তিনি একমাত্র সমর্থন দেননি। রুশ জ্বালানির ওপর নির্ভরশীল হাঙ্গেরি কিয়েভকে অস্ত্র পাঠাতেও রাজি হয়নি।
আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রাক্কালে বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার। এর প্রক্রিয়াও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অফ স্টাফ গের্গেলি গুলিয়াস। গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। এরপর আইসিসির মুখপাত্র বলেন, "আইসিসির আইনি সিদ্ধান্তের বৈধতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক।"
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। হাঙ্গেরি সফর করা নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানানোর জন্য সদস্য হাঙ্গেরির প্রতি তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি। আইসিসির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেন, ‘আইসিসির আইনি সিদ্ধান্তের সঠিকতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক। আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো বিরোধ আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই সমাধান করা হবে’। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দীর্ঘদিন ধরে ইইউ-বিরোধী অবস্থান, বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নাগরিক সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর দমননীতির কারণে সমালোচিত হয়ে আসছেন।
গত ২৪ ঘন্টায় একনজরে ৬০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।