Web Analytics
দেশ / Country

বিনামূল্যে বিতরণ করা খাবার খেয়ে ইন্দোনেশিয়ার স্রাগেন শহরে ৩৬৫ জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ‘বিনামূল্যে খাবার কর্মসূচি’র আওতায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় খাদ্য বিষক্রিয়ার ঘটনা। এর আগে ঘটে যাওয়া অনুরূপ ঘটনার পর রান্নাঘর ও সরবরাহ ব্যবস্থার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও এবারও পুনরাবৃত্তি ঘটেছে। স্রাগেন সরকারের প্রধান সিগিত পামুংকাস জানান, অসুস্থদের খাদ্যের নমুনা ল্যাবে পরীক্ষা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট রান্নাঘর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীরা জানান, খাবারের মধ্যে ছিল হলুদ ভাত, ডিমের ফালি, ভাজা টেম্পে, শসা-লেটুস সালাদ, আপেলের স্লাইস এবং এক বাক্স দুধ। এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ১ কোটি ৫০ লাখের বেশি মানুষকে খাবার দেওয়া হয়েছে। এ সংখ্যা বছরের মধ্যে ৮ কোটিতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

Card image

গত ২৪ ঘন্টায় একনজরে ৬০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।