Web Analytics

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দৈনিক কালবেলার সাংবাদিক মো. মনিরুজ্জামান দুই দিন ধরে নিখোঁজ। তার ফোন বন্ধ রয়েছে। নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার সকালে প্রাইভেটকারে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। তার সঙ্গে আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও অজ্ঞাত এক ব্যক্তি ছিলেন। বিকাল ৫টার দিকে ফোনে স্ত্রী সালমা যোগাযোগ করলে তিনি ঢাকায় আছেন বলে জানান। এরপর থেকে মনিরুজ্জামান আর বাড়িতে ফেরেননি। আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকারের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এছাড়া শোনা যাচ্ছে মোবাইল ফোনে তার এক আত্মীয়ের কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে।

Card image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, জুন মাসের মধ্যে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে। আগামী অর্থবছরে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও রয়েছে।’ তিনি বলেন, ‘২৬ শতাংশ সুদের হারে ক্ষুদ্রঋণ টিকতে পারে না।’ কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি মাসের ১৯ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Card image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্প পরিদর্শনে আকস্মিক সফর করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা ক্যাম্পাস ও চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নির্মাণ শৈলী ও বাস্তবায়নের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। ভিসি প্রফেসর কাজী রফিকুল ইসলাম জানান, গাইড ওয়াল নির্মাণের অভাবে যেকোনো সময় শত শত গাছ উপড়ে পড়ে রাস্তা ভেঙে যেতে পারে। যার ফলে শিক্ষার্থীদের যাতায়াতও ব্যাহত হবে। এ অবস্থায় ইউজিসির মাধ্যমে জরুরি অর্থ বরাদ্দের জন্য তিনি উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

Card image

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ করা ব্যক্তিদের ‘পুশ ব্যাক’ করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানা নেই। যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে। তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না ঘটে। উপদেষ্টা বলেন, ‘এক দিনের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যাবে, এটি আমরা প্রত্যাশা করি না। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। তারা তালিকা দিয়েছে। আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করছি।’ উপদেষ্টা বলেন, চুক্তিগুলো দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা বিধান থাকে যে যেকোনো এক পক্ষ যদি আপত্তি করে, তবে বাতিল করা যাবে। আমরা বাতিল কোনোটিই করিনি।

Card image

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এমপিও সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা কিংবা ব্যক্তিগত অভিযোগ নিয়ে অনেক শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান নিয়ম লঙ্ঘন করে সরাসরি সচিব বরাবর আবেদন করে থাকেন। এতে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজের গতি ব্যাহত হয় এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জটিলতা সৃষ্টি হয়। নতুন নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাসহ ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদের যথাযথ অনুমতি ছাড়া সরাসরি মন্ত্রণালয়ে আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

ফরহাদ মজহার বলেন, আমরা ইচ্ছেমতো নিজের শরীর নিয়ে যা খুশি করতে পারি না। আত্মহত্যা তো কারও ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। তাহলে এই স্লোগান আসলে সমাজ ও নৈতিকতা অস্বীকারের নামান্তর। এটা নারীর ক্ষমতায়নের নামে একটি পশ্চিমা ফর্মুলা চাপিয়ে দেওয়ার চক্রান্ত। তিনি বলেন, আমরা ইচ্ছেমতো নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আমার দেহ, আমার সিদ্ধান্ত স্লোগানটি শুনতে যতটা মুক্তির কথা বলে, আদতে তা সমাজবিচ্ছিন্ন এক উগ্র ব্যক্তিতান্ত্রিক চিন্তার প্রতিফলন। আমার শরীর আমার হলেও, আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারি না—কারণ আমি এই সমাজের অংশ, এই রাষ্ট্রের অংশ। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, নারীর অধিকার আন্দোলনের নামে এখন সমকামিতা ও অবাধ যৌনতাকে লাইসেন্স দেওয়ার আয়োজন চলছে। এটা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনোই গ্রহণযোগ্য নয়।

Card image

CNDA ও ফরাসি গণমাধ্যম লো মন্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বিষ্ণজিৎ দাস ও তার স্ত্রী রিঙ্কু দাস ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন বাংলাদেশি পরিচয়ে। ভুয়া জন্মসনদ, নাগরিকত্ব সনদ ও অন্য নথিপত্র সংগ্রহ করে প্যারিসে পাড়ি জমান। বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়ন ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তুললে ইউরোপে আশ্রয় পাওয়ার সুযোগ তুলনামূলক সহজ, বলছেন বিশেষজ্ঞরা। এ সুযোগে ফ্রান্সসহ ইউরোপীয় বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে ভারতীয় নাগরিকরা প্রতারণার আশ্রয় নিচ্ছেন, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

Card image

৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিতে ৬ দফা দাবি জানিয়েছে ‘বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন’। এগুলো হলো- প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যূনতম ৫টি এবং জেলা সদর হাসপাতালে ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। চলমান বৈষম্য দূর করে অন্যান্য ক্যাডারের মতো দন্ত চিকিৎসকদের নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে। ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে। ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে। মুখ ও দাঁতের চিকিৎসায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সবার জন্য স্বাস্থ্য’ অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

Card image

দুর্যোগ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলায় আমাদের সক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও ভূমিকম্প মোকাবিলায় আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা এখনো তুলনামূলকভাবে দুর্বল। ভূমিকম্প এমন এক দুর্যোগ- যা কোনো পূর্বাভাস না দিয়ে আসে। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। উপদেষ্টা বলেন, দুর্যোগে মোকাবিলা, অনুসন্ধান ও উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা ও সমন্বয় অপরিহার্য। ভূমিকম্প মোকাবিলায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোডের অনুসরণ ও বাস্তবায়ন করলে ভূমিকম্পের ঝুঁকি অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

Card image

ডিএনসিসির অভিযোগ, নুরুল হক নূর তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার জন্য গত ১৮ মে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে চাপ সৃষ্টি করেন। প্রকৌশলী তাকে কিছু করার সুযোগ নেই মর্মে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুর তার কোনো কথা না শুনে তাকে কাজ দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন। পরে কাজ না পেয়ে ডিএনসিসির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। গণঅধিকার পরিষদ বলছে, প্রশাসক মোহাম্মদ এজাজ হিযবুত তাহরির নেতা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার স্পষ্ট তথ্য-প্রমাণের পর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না। এছাড়া ডিএনসিসির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দরপত্রে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েও গণঅধিকার পরিষদের একজন সদস্যকে কমিশন ছাড়া কাজ দেওয়া হচ্ছে না। এ নিয়ে কথা হয়েছে!

Card image

নতুন ডিজাইন করা কাগজের নোট ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হবে। নতুন নোটে জুলাই গণঅভ্যুত্থানের সময় ও পরে ছাত্রছাত্রীদের আঁকা গ্রাফিতিগুলো স্থান পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলোও স্থান পেয়েছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, ২০ টাকা মূল্যমানের নোটে রয়েছে দিনাজপুরের কান্তজির মন্দিরের ছবি। ৫০ টাকা মূল্যমানের নোটে শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা দুর্ভিক্ষের চিত্র রাখা হয়েছে। এছাড়া মুসলিম ঐতিহ্যের ঐতিহাসিক মসজিদের ছবিও রয়েছে। ১ হাজার টাকা মূল্যমানের নোটে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসেৌধের ছবি। ৫ টাকা মূল্যমানের নোটে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ এবং মুগ্ধর প্রতিচ্ছবি থাকবে। ১০ টাকা মূল্যমানের নোটে থাকবে যুব ঐক্যের প্রতীক একটি প্রতিচ্ছবি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিত্র। ১০০ টাকার নোটে থাকবে সুন্দরবন, বনের হরিণ এবং বাঘের ছবি থাকবে। ৫০০ টাকার নোটে পুরোনো ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি থাকবে।

Card image

ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারদের কারো নাম-পরিচয় জানা যায়নি। এর আগে সাম্য হত্যা মামলায় গত ১৪ মে তিনজনকে গ্রেফতার করা হয়। পরদিন তাদের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। শাহরিয়ার আলম সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে খুন হন।

Card image

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, চীনে আম রপ্তানির মধ্যে দিয়ে কৃষি রপ্তানিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আগামী ২৮ মে প্রথমবারের মতো সেদেশে বাংলাদেশের আম যাচ্ছে। এবার আনুমানিক ৫০ টন আম চীনে রপ্তানি হবে। তিনি জানান, আমের পাশাপাশি কাঁঠাল ও অন্যান্য ফল রপ্তানির জন্য সরকার কাজ করছে। মিয়ান বলেন, চীনসহ অন্যান্য দেশে রপ্তানির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে আম চাষে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। আরো বলেন, কৃষিকে বৈজ্ঞানিক ও প্রযুক্তি নির্ভর করতে সরকার কাজ করছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানের সেবাসমূহ একটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আওতায় আনা হবে। এছাড়া ২০৫০ সাল পর্যন্ত সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চয়তা দিতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

Card image

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি, স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। আরেক পোস্টে বলেন, স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। বিশেষত দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলো-যেখানে এখনো অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছায়নি-সেখানেও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Card image

কাকরাইলের বিক্ষোভ সমাবেশে ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে। ইশরাক বলেন, নতুন দল নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে। বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কী আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে? আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আরো বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।

Card image

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে গাড়ি থেকে নামার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্নাতক (পাস) ২০২২ এর পরীক্ষার্থীরা অটোপাশের দাবিতে তার ওপর এ হামলা করে। এতে তিনি কিছুটা আহত হন। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে গিয়ে নিরাপত্তা প্রধানসহ কয়েকজন আহত হন। এ হামলার ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগেও এইরকম বিশৃঙ্খলা করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Card image

ঈদুল আজহার আগে অস্বাভাবিক হারে টিসিবির তেল, ডাল ও চিনির দাম বাড়ানো হয়েছে। একমাস ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। টিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ১০০ টাকা লিটারে তেল বিক্রি করা হতো সেটা এখন ১৩৫ টাকা, ডালের দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা ও চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাকসেলে।

Card image

এক অভিযানে মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী অংশগ্রহণ করে। পানি উন্নয়ন বোর্ডের জায়গার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Card image

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, গত ৭ দিন ধরে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। দু’একজন উপদেষ্টার কারণে কি এই সরকার ব্যর্থ হবে? কোর্ট রায় দিয়েছেন, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসেন, তাহলে কার স্বার্থে আঘাত লাগবে? তিনি বলেন, নির্বাচন কমিশনের গ্যাজেট তো বাতিল করা হয় নাই, তাহলে কেন ইশরাককে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আমি বলতে চাই, আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আরো বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে চক্রান্ত চলছে, তা জাতির সঙ্গে বেঈমানি। রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোর করতে চাচ্ছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

Card image

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘পররাষ্ট্র সচিব জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী দু-এক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।’ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি। জানা গেছে, পররাষ্ট্র সচিবের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ১২ ডিসেম্বর। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একটি দেশের রাষ্ট্রদূত করার প্রস্তাব দিলেও তিনি নিজ সিদ্ধান্তে পূর্ণাঙ্গ সময় চাকরি শেষ না করেই ছুটিতে যাচ্ছেন।

Card image

শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো। শপথ বাক্য হলো, ‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আ-মি-ন।’

Card image

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবছরের চেয়ে এবছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে। তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য তৎপর সরকার। এবছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

Card image

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারসহ চার দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামীকাল দাবিসমূহ তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেবেন তারা। মঙ্গলবার অর্থ উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি ও দাবি আমলে নেওয়া হয়নি বলেও প্রতিবাদ জানানো হয়। তাদের বাকি দুটি দাবি হলো, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

Card image

বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার তিন দফা দাবি জানিয়েছেন- ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না, মির্জা ফখরুল ইসলাম এবং ওয়াহিদ উদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাকে মনোনীত ও নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে ও সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ দিতে হবে, অন্যথায় আন্দোলন ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকব না, আন্দোলনকে রাস্তায় নামিয়ে আনা হবে। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না!

Card image

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। পাটওয়ারী বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আর আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা! তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। আরো বলেন, আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলে। তাদের টাকাতেই বিএনপি নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে ‘মুজিবীয় সংবিধান’ চলবে না!

Card image

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটি করিডর দেওয়ার যে গুজব তৈরি হয়েছে, করিডর নিয়ে আমরা কারো সঙ্গে কথা বলিনি। যেহেতু আরাকানে এইড ও অন্যান্য উপকরণ সাপ্লাই দেওয়া যাচ্ছে না, তাই জাতিসংঘ সেখানে তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনে মানবিক সাহায্য পৌঁছে দিতে চায়। আরও বলেন, করিডরের প্রয়োজনীয়তা নেই। যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে ত্রাণ-সাহায্য পৌঁছে দেওয়া।এই ব্যাপারটা নিয়ে বহু কিছু বিবেচনা করা হচ্ছে। শুধু সরকার না দেশের সব অংশীদারদের নিয়ে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে। নিরাপত্তা উপদেষ্টা বলেন, “আরাকান আর্মি যদি ‘এথনিক ক্লিনজিং’- এর পলিসি নেয় তাহলে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য হবে না। করিডর হলে সেটার পুরো কন্ট্রোল থাকবে জাতিসংঘের।" উপদেষ্টা বলেন, প্রতিবেশী মিডিয়া ছড়িয়েছে, আমরা আমেরিকার পক্ষ থেকে প্রক্সি যুদ্ধ করব। কিন্তু এগুলো সব অবাস্তব ও মিথ্যা। মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো মতপার্থক্য নেই। এই ব্যাপারে আমরা সবাই এক সমতলে।"

Card image

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, ‘আমার জাতীয়তা নিয়ে আলোচনা চলছে। আমার একটাই জাতীয়তা, আমি বাংলাদেশি।’ তিনি বলেন, ‘আমার আমেরিকান পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই।’ আরও বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। কিন্তু যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বলা হয় বিদেশি নাগরিক, তাহলে কাল তো তারেক রহমানকেও এমন কথা বলবে। আমি আবেদন করব একটু বুঝে কথা বলবেন। যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়েও পড়তে পারে।’ নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ করেন।' উল্লেখ্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ নিরাপত্তা উপদেষ্টাকে মার্কিন নাগরিক উল্লেখ করে সরকারের সমালোচনা করেন!

Card image

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পদে যোগ দিতে যাচ্ছিলেন মুহাম্মদ উবায়দুল হক। সব প্রস্তুতির পর ব্র্যাক কোনো কারণ না জানিয়েই হঠাৎ তার অফার লেটার বাতিল করে। একাধিকবার জানার চেষ্টা করেও কোনো উত্তর পাননি তিনি। তার ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা ছিল না বলেও জানান। এর আগে তিনি ব্র্যাকে কাজও করেছেন। ব্র্যাক পরে ১৮৭২ সালের চুক্তি আইনের ধারা দেখিয়ে সিদ্ধান্তের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করে। ঘটনাটি প্রশ্ন তুলেছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।

Card image

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মা’ছুম এক বিবৃতিতে মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানির সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদের সময় দেশকে বিভিন্ন সিন্ডিকেটে বিভক্ত করে লুটপাট চালানো হয়েছে। লুট করে বিদেশে পাচার করা হয়েছে। সেই সিন্ডিকেটের ভূত এখনো জাতির ঘাড়ে আগের মতোই চাপিয়ে রাখা হলে তা হবে অত্যন্ত দুঃখজনক। আরো বলেন, প্রবাসীরা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে, নিজেদের আরাম-আয়েশের দিকে না তাকিয়ে উপার্জিত অর্থের প্রায় সবটুকু দেশে পাঠান। অর্থলোভী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সেই প্রবাসীদের নিয়ে তামাশা করে আসছে। মা’ছুম বলেন, মালয়েশিয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিচারের মুখোমুখি করা অতীব জরুরি।

Card image

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতিকে নিয়ম বহির্ভূতভাবে মিরপুর ৮ নম্বরে সাত একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয় এই অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

Card image

বেইজিংয়ে বুধবার এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বৈঠকে চীন-পাকিস্তান সিপিইসি করিডোর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হন তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের পাশে রয়েছে।' তারা সন্ত্রাসবিরোধী লড়াই এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Card image

ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওয়া পরিশোদের জন্য মে মাসের ২৮ তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছে সরকার। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এর মধ্যে দেনা-পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হবে। তিনি বলেন, যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্টজারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। বেতন পরিশোধ না করলে মালিকরা দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরে যেতে পারবে না। শ্রমিকদের বেতন না দেওয়ায় পাঁচ মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। এছাড়া ঈদে নৌপথের নিরাপত্তায় লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার থাকবে, বাল্কহেড ঈদের আগে ও পরে তিনদিন চলাচল বন্ধ থাকবে।

Card image

ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। কেবল ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। প্রসঙ্গত, আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন করা হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। ছুটি শুরু আগামী ৫ জুন থেকে।

Card image

এনসিপির আন্দোলন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনের সিকোয়েন্স-কোনটা আগে হবে, কোনটা পরে, তা নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। এটি সরকারের সিদ্ধান্ত। নিরপেক্ষতা নিয়ে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ওপর আমরা মন্তব্য করি না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং আগামীতেও করবে। তিনি ইশরাকের আইনী প্রক্রিয়া সম্পর্কে বলেন, আইনে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো বিধান নেই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করে থাকেন, নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানান। আইন অনুযায়ী, আমাদের পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার সুযোগ নেই।

Card image

সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে এনসিপি মহানগর উত্তর। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেয়। সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে। আল আমিন টুটুল বলেন, ইশরাক ভাই নগর ভবনে তালা দিয়ে জনভোগান্তি সৃষ্টি করবেন না। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করি না। আমাদের বলে প্রস্রাব দিয়ে ভাসাইয়ে দেবে। এত দিন তারা কোথায় ছিলেন। ১৬ বছর তারা একটা বালির ট্রাক সরাতে পারে নাই।

Card image

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

Card image

আইএসআইর নিরাপত্তায় লাহোরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ নেতা আমির হামজাকে। নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন তিনি। তবে কীভাবে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আমির হামজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা। তিনি লস্কর প্রধান হাফিজ সাঈদ ও আবদুল রহমান মাক্কির ঘনিষ্ঠ ছিলেন।

Card image

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। জিজ্ঞাসাবাদে আছেন এনসিপির সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও। তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান গতকাল হাজির হওয়ার কথা থাকলেও আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন। আর গাজী সালাউদ্দিন তানভীরকে আজই তলব করেছিল দুদক। ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Card image

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। বুধবার দুপুর পৌনে ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান।

Card image

ইশরাক হোসেন লেখেন, গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন। আরও লেখেন, আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সেটাই অনুসরণ করুন। সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন। কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। ইশরাক লেখেন, আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে! কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই।

Card image

ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আলটিমেটামে সাড়া মেলেনি। মঙ্গলবার ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া টানা সপ্তম দিনের মতো আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা। এদিকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আদেশ দুপুরে দেওয়ার কথা রয়েছে।

Card image

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলায় নিম্নাঞ্চলের ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এতে করে ধান, বাদামসহ বিভিন্ন ফসল তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, হাজার কোটি টাকার ফসল উৎপাদন হয়ে থাকে তিস্তা নদীর চরে। অথচ তিস্তা নদীর তলদেশ ভরাট হয়ে প্রতিবছর কয়েকশ কোটি টাকার ফসলহানি হলেও কর্তৃপক্ষের নেই কোনো ভ্রূক্ষেপ।

Card image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৫১ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩৬৪ জন হজযাত্রীযাত্রা সম্পন্ন করেছেন। হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ৯ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। এরমধ্যে চারজন মক্কায় এবং বাকি পাঁচজন মদিনায় মারা গেছেন!

Card image

কাশ্মীর ইস্যুতে যে-ই মুখ খুলছে তার কপালেই জুটছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ‘কুঠারাঘাত’। মতপ্রকাশ করতে পারছেন না লেখক-বুদ্ধিজীবী-শিক্ষাবিদরা। বাদ পড়ছেন না সাংস্কৃতিক কর্মীরাও। দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা। কয়েক দিনে দেশটিতে ‘রাষ্ট্রবিরোধী কথা’ বলার অভিযোগে একাধিক শিক্ষাবিদ বা সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে সরকার। রোববার আলী খান মাহমুদাবাদ নামের একজন শিক্ষাবিদকে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীরি বংশোদ্ভুত ব্রিটিশ অধ্যাপক ও লেখক নীতাশা কৌলের (৪৯) জন্য ‘মাতৃভূমি নিষিদ্ধ’। এমনকি পাকিস্তানের কবি ফয়েজের গান গাওয়ার কারণেও নেওয়া হচ্ছে ব্যবস্থা!

Card image

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি ইসরাইলি রাষ্ট্রদূতকে জানান, গাজায় চলমান মানবিক সংকট এবং সহায়তা পৌঁছাতে ইসরাইলের বাধার কারণে ইসরাইলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাজ্য। তিনি বলেন, গাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষুধার্ত অবস্থাকে ভয়াবহ এবং মর্মান্তিক। ল্যামি বলেন, এই অবরোধ এখনই বন্ধ করুন। যদি অবরোধ অব্যাহত থাকে, তবে যুক্তরাজ্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

Card image

ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ব্যবসায়ীরা কিছু ব্যক্তিগত কারণে আজ মাছ রপ্তানি বন্ধ রেখেছেন। আগামীকাল থেকে হয়তো রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, প্রতিদিন ৪০-৫০টি গাড়ি রপ্তানিতে অংশ নিত। নিষেধাজ্ঞার পর এখন শুধু মাছ, সিমেন্ট ও শুঁটকি মাছ রপ্তানি হচ্ছে।

Card image

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আওয়ামী আমলের ২০ ব্যাংকের প্রায় পৌনে ২ লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরারা। ব্যাংক দখল ছাড়াও এরা ঋণের নামে হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা। ২০২৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের ২০টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকা। যা আগের প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ছিল ৫৩ হাজার ২৫৩ কোটি টাকা। কিছু ব্যাংকে উদ্বৃত্ত থাকায় সামগ্রিকভাবে ব্যাংক খাতে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজার ৬৪৭ কোটি টাকায়। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি ৭৬ লাখ টাকা।

Card image

এনসিপি আব্দুল হান্নান মাসউদকে এক নোটিশে বলেছে, 'মঙ্গলবার ধানমণ্ডিতে আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজনকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। যার একজনকে বৈবিছাআ থেকে বহিষ্কার করা হয় নৈতিক স্খলনজনিত কারণে। এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।' এই ঘটনায় তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা দিয়েছে এনসিপি। প্রসঙ্গত, হান্নান মাসউদ লেখেন, বৈবিছাআ’র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। পরে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন কোনো অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না।’

Card image

নরওয়ের স্টেট সেক্রেটারি স্তিনে রেনাতে হোহেইম মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বাংলাদেশের প্রতি নরওয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। স্টেট সেক্রেটারি প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আপনি নরওয়েতে খুব পরিচিত একজন। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই আপনার প্রশংসা করেন। আপনাদের সম্পর্ক বহুদিনের।’ প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে অনেক প্রাণ ঝরে গেছে, আমাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের সরকারের সময়ে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। আমরা বিশাল পরিমাণ বকেয়া বিলের বোঝা পেয়েছি।’ রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার আহ্বান করে ইউনূস বলেন, এখন এই কঠিন সময় অতিক্রম করা সত্ত্বেও বিশ্বের আস্থা বাংলাদেশের প্রতি ক্রমেই বাড়ছে।

Card image

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা প্রচারের সব ধরনের ব্যবস্থা পরীক্ষামূলকভাবে আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন। সব প্রার্থীকে এক মঞ্চে এনে তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণার ব্যবস্থাও করতে পারবে। তাদের ব্যানার, ফেস্টুন, লিফলেট নির্বাচনি এলাকায় টানানোর ব্যবস্থাও করবে ইসি। তবে এর ব্যয় বহন করবেন প্রার্থীরা। এসব বিধান যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে কমিটি। খসড়া বিধিমালায় অনলাইন প্রচারকে আইনি কাঠামোতে যুক্ত করেছে। প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে চাইলে তার নাম, অ্যাকাউন্ট, আইডি প্রভৃতি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। তবে কারও ব্যক্তিগত চরিত্রহনন করে প্রচারণা চালালে তার বিরুদ্ধে সাইবার বা ডিজিটাল সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

আরো নিউজ দেখতে লগইন করুন


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।

analytics