বলিভিয়ায় বামপন্থী শাসনের অবসান, রানঅফে দুই ডানপন্থী প্রার্থী
বামপন্থী রাজনৈতিক দল মোভিমিয়েন্তো আল সোশ্যালিজমোর (এমএএস) প্রায় দুই দশকের আধিপত্যের অবসান ঘটিয়ে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচন এবার প্রথমবারের মতো রানঅফে যাচ্ছে। চূড়ান্ত লড়াই হবে দুই ডানপন্থী প্রার্থীর মধ্যে। খবর দ্য গার্ডিয়ান।