কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সীমান্তে কোকেন পাচারকারী গেরিলাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর বিষয়ে একমত হয়েছেন। কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। বুধবার দুই নেতার মধ্যে প্রথমবারের মতো ফোনালাপ হয়, যা ট্রাম্পের সামরিক হুমকি ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের প্রচেষ্টার পর উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
বেনেদেত্তি জানান, উভয় নেতা কলম্বিয়ার অবশিষ্ট বড় বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। কলম্বিয়া অভিযোগ করেছে, ইএলএন হামলা ও অপহরণের পর ভেনেজুয়েলায় নিরাপদ আশ্রয় নেয়। পেত্রো ট্রাম্পকে অনুরোধ করেছেন সীমান্তে ইএলএনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে সহযোগিতা করতে। ২,২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মাদক পাচার, অবৈধ খনিজ খনন ও চোরাচালানে লিপ্ত।
সম্প্রতি ট্রাম্প পেত্রোকে মাদক পাচারকারী হিসেবে আখ্যা দিলেও পেত্রো ওয়াশিংটনে ট্রাম্পের সাক্ষাতের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কয়েক দশক ধরে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা থাকলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সম্পর্ক কিছুটা শীতল হয়েছে।
ভেনেজুয়েলা সীমান্তে কোকেন পাচার রোধে যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার যৌথ পদক্ষেপ
ভেনেজুয়েলার সঙ্গে সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা করেছেন যে সীমান্ত এলাকায় জননিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্ভাব্য ভেনেজুয়েলান শরণার্থীদের সহায়তায় কলম্বিয়া সব ধরনের প্রস্তুতি নিয়েছে। স্থানীয় সময় ভোর ৩টায় (০৮:০০ জিএমটি) শুরু হওয়া জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পেত্রো বলেন, সম্ভাব্য শরণার্থী স্রোত মোকাবিলায় কলম্বিয়া তার মানবিক ও সহায়তা সক্ষমতা সম্পূর্ণভাবে প্রস্তুত রাখছে। তিনি আরও জানান, ভেনেজুয়েলায় অবস্থিত কলম্বিয়ার দূতাবাস সক্রিয় রয়েছে এবং সেখানে অবস্থানরত কলম্বিয়ান নাগরিকদের সহায়তা দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কলম্বিয়া ইতোমধ্যে অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে, যাতে কাউন্সিল আহ্বানের উদ্যোগকে সমর্থন দেওয়া যায়।
পেত্রো স্পষ্ট করে বলেন, কলম্বিয়া সরকার ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং ল্যাটিন আমেরিকার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রত্যাখ্যান করে।
ভেনেজুয়েলা সীমান্তে শরণার্থী সংকট মোকাবিলায় প্রস্তুত কলম্বিয়া
উত্তর কলম্বিয়ার আনতিওকিয়া অঞ্চলে একটি স্কুলবাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রবিবার ভোরে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেডেলিনে ফিরছিল এবং এতে লিসেও আনতিওকেনো হাই স্কুলের শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন।
আনতিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিকমাধ্যমে জানান, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। নিহতদের মধ্যে বাসচালক জনাতান তাবোর্দা কোকাকোলোও রয়েছেন, যিনি পর্যটন সংস্থা প্রিকালচারের কর্মী ছিলেন। আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে এবং তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি স্কুলের আনুষ্ঠানিক ভ্রমণ ছিল না; শিক্ষার্থীরাই নিজেরা আয়োজন করেছিলেন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। স্থানীয় প্রশাসন ও পর্যটন নেটওয়ার্ক নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
গ্র্যাজুয়েশন ভ্রমণ শেষে ফেরার পথে কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে বলেছেন, মাদকবিরোধী যুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে এর পরিণতি গুরুতর হতে পারে। হোয়াইট হাউজে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়া বিপুল পরিমাণ কোকেন উৎপাদন করছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।
দুই নেতার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। পেত্রো জানান, তার সরকার ইতোমধ্যে প্রায় ১৮,৪০০টি মাদক পরীক্ষাগার ধ্বংস করেছে এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে কলম্বিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছেন। তিনি ট্রাম্পকে কলম্বিয়ায় এসে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
এছাড়া পেত্রো ট্রাম্প প্রশাসনের ক্যারিবীয় সাগরে নৌ-হামলা ও নিষেধাজ্ঞা নীতির সমালোচনা করেছেন, যা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছেন। এসব ইস্যু দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
মাদকবিরোধী যুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে পেত্রোকে ট্রাম্পের হুঁশিয়ারি
কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় প্রধান বন্দর বুয়েনাভেন্তুরা থেকে ১৪ টন কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি গুদাম থেকে এসব কোকেন উদ্ধার করা হয় এবং অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই অভিযানকে দেশের মাদকবিরোধী প্রচেষ্টার বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে কলম্বিয়া যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে, কারণ ওয়াশিংটন সম্প্রতি দেশটির মাদকবিরোধী পদক্ষেপকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে এবং আর্থিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মাদকবিরোধী যুদ্ধে কলম্বিয়াকে মিত্র তালিকা থেকে বাদ দেওয়ার কথাও জানানো হয়েছে। পেট্রো দীর্ঘদিন ধরে মার্কিন মাদকবিরোধী নীতির সমালোচনা করে আসছেন এবং যুক্তরাষ্ট্রের নৌ অভিযানকে ‘বিচারবহির্ভূত হত্যা’ বলে অভিহিত করেছেন।
মার্কিন উত্তেজনার মধ্যেই কলম্বিয়ায় এক দশকের মধ্যে ১৪ টন কোকেন জব্দ
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলি কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ানকে ইসরাইল আটক করলে তিনি এ পদক্ষেপ নেন। প্রায় ৪৫টি জাহাজের ওই নৌবহর ইসরাইলি হামলার শিকার হয় এবং কয়েকটি জাহাজ জব্দ করা হয়। পেত্রো ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দেন। চলতি বছরের মে মাসেই তিনি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন, তবে এবার কূটনীতিক বহিষ্কারের মধ্য দিয়ে পদক্ষেপ আরও জোরালো হলো।
কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন
গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পেত্রো বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি এভাবেই গণহত্যায় মদদ দিতে থাকেন, তাহলে জেলই তার প্রাপ্য। রোম স্ট্যাটিউট এর শর্ত অনুযায়ী যে কোনো দেশে যেকোনো যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা যায়। সে হিসেবে নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা সম্ভব। আন্তর্জাতিক আইনের আওতায় নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্নও তোলেন তিনি। সেইসাথে, ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণাও দেন পেত্রো। এর আগে, গাজায় ইসরায়েলি গণহত্যার সমালোচনা করার জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ওয়াশিংটন আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না।
জালিয়াতি ও সাক্ষ্যপ্রমাণে হস্তক্ষেপের দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছরের গৃহবন্দি সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫৭৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সরকারি পদে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা উরিবে অভিযোগ অস্বীকার করে আপিল করবেন বলে জানান। মামলায় সাবেক প্যারামিলিটারি সদস্যরা বলেন, তাদেরকে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছিল। উরিবের সাবেক আইনজীবীও এই মামলায় বিচারের মুখোমুখি।
বোগোটা আলতিপ্লানো অঞ্চলে পাওয়া ৬ হাজার বছরের পুরনো কঙ্কাল বিশ্লেষণে বিজ্ঞানীরা একটি অজানা মানব বংশের সন্ধান পেয়েছেন, যার কোনো পরিচিত পূর্বপুরুষ বা বংশধর নেই। এই যাযাবর শিকারি-সংগ্রাহকরা বন-উপত্যকায় বাস করতো, তবে তাদের উৎস ও নিখোঁজ হওয়া আজও রহস্য। এই আবিষ্কার দক্ষিণ আমেরিকার প্রাচীন জনগোষ্ঠীর ধারণাকে চ্যালেঞ্জ করেছে, কারণ এটি পরিচিত আদিবাসী গোষ্ঠী থেকে ভিন্ন। গবেষকরা আরও প্রত্নতাত্ত্বিক নমুনা খুঁজে এই হারানো সভ্যতার জীবন ও সংস্কৃতি উদঘাটন করতে চান।
৩৯ বছর বয়সী কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে বোগোটার ফনতিবন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের প্রতিষ্ঠিত রক্ষণশীল ডেমোক্রেটিক সেন্টার দলের সদস্য হলেও তাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। হামলার এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। কলম্বিয়া সরকার এই হামলার নিন্দা জানিয়েছে এবং পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ হাসপাতালে উরিবের সঙ্গে দেখা করেছেন।
গত ২৪ ঘন্টায় একনজরে ৭১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।