Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা একটি AI জেনারেটেড ভিডিও ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ভিডিওতে ট্রাম্পকে মুকুট পরা অবস্থায় ‘কিং ট্রাম্প’ লেখা একটি ব্যক্তিগত জেটে উড়তে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, সেই জেট থেকে প্রতিবাদকারীদের ওপর বাদামী মলসদৃশ তরল ফেলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে কেনি লগিনসের জনপ্রিয় গান ‘ডেঞ্জার জোন’। ভিডিওটি প্রকাশিত হয় ‘নো কিংস’ শিরোনামের দেশব্যাপী বিক্ষোভের দিন, যেখানে হাজারো মানুষ রাজতন্ত্রবিরোধী স্লোগান দেন এবং বলেন, “আমি কোনো রাজার আনুগত্যের শপথ করি না।” একই রাতে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুকুট পরিহিত এআই-নির্মিত একটি ছবি পোস্ট করা হয়, ক্যাপশন দেওয়া হয়— “সকলকে শুভ রাত্রি।” সমালোচকেরা একে বিভাজনমূলক ও অশোভন বললেও, হোয়াইট হাউস মুখপাত্র সংক্ষেপে মন্তব্য করেন, “কে পরোয়া করে?”

20 Oct 25 1NOJOR.COM

রাজমুকুট পরিহিত ‘কিং ট্রাম্প’-এর এআই-নির্মিত ছবি যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে

ট্রাম্প প্রশাসনের অস্বাভাবিক ভিসা ফি বৃদ্ধি আমেরিকায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে থাকা অসংখ্য ভারতীয় তরুণ-তরুণীর আশা ভেঙে দিয়েছে। আগে যেখানে ভিসার খরচ ছিল প্রায় ২ হাজার ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ ১ লাখ ডলার। ফলে প্রতিটি নিয়োগে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার, যা মার্কিন প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় কর্মী নিয়োগে প্রলুব্ধ করছে। বিশেষজ্ঞরা বলছেন, আইটি, সফটওয়্যার, স্বাস্থ্যখাত ও প্রকল্প ব্যবস্থাপনায় বড় ধাক্কা আসবে। ভারত সরকার দক্ষ কর্মীদের দেশে ফিরতে উৎসাহ দিচ্ছে, তবে অনেকেই কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপে বিকল্প খুঁজছেন। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু ভারতীয়দের ক্ষতি করবে না, বরং আমেরিকার অর্থনীতি ও উদ্ভাবনী শক্তিকেও দুর্বল করে দেবে।

01 Oct 25 1NOJOR.COM

H1B ভিসা ফি বৃদ্ধি আমেরিকায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে থাকা অসংখ্য তরুণ-তরুণীর আশা ভেঙে দিয়েছে।

গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পেত্রো বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি এভাবেই গণহত্যায় মদদ দিতে থাকেন, তাহলে জেলই তার প্রাপ্য। রোম স্ট্যাটিউট এর শর্ত অনুযায়ী যে কোনো দেশে যেকোনো যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা যায়। সে হিসেবে নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা সম্ভব। আন্তর্জাতিক আইনের আওতায় নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্নও তোলেন তিনি। সেইসাথে, ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণাও দেন পেত্রো। এর আগে, গাজায় ইসরায়েলি গণহত্যার সমালোচনা করার জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ওয়াশিংটন আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না।

Card image

আফগানিস্তানে ‘অনৈতিক কার্যকলাপ’ ঠেকাতে দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘোষণা দেয় তালেবান সরকার। সোমবার রাত থেকেই একাধিক নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এবং টেলিফোন সেবাও প্রভাবিত হয়। এতে দেশটিতে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’ সৃষ্টি হয়। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদেশে থাকা আফগানরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ভুক্তভোগীদের অভিযোগ, আগে অন্তত ফোনে কথা বলা যেত। এখন সেটাও সম্ভব নয়।’ কাবুলভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইন্টারনেট বন্ধ হয়ে তাদের সংবাদ কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও সংবাদ সংস্থা এপি ও এএফপি জানিয়েছে, তারা কাবুলে নিজ নিজ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

Card image

দোহায় হামাস নেতাদের ওপর চালানো ইসরাইলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক চলাকালে কাতারের প্রধানমন্ত্রীকে দেওয়া এক ফোন কলে এই ক্ষমা প্রার্থনা করেন ইহুদিবাদী নেতানিয়াহু। তখন কাতারের প্রধানমন্ত্রীও এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়—‘প্রথম ধাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর অনুশোচনা প্রকাশ করেন যে, কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি আরও দুঃখ প্রকাশ করেন যে, জিম্মি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরাইল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না।’ এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ফোনালাপের শুরুতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান। তিনি কাতারের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি রোধে নিশ্চয়তা দিয়েছেন এবং কাতারের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’

Card image

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। রাজোয়েলিনা বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি।’ এর আগে বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের দাবি তোলেন। সোমবার আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান, তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন ও সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। এর পর নতুন সরকার গঠন করা হবে। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর ‘অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের’ নিন্দা জানিয়ে বলেছেন, অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন।

Card image

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’ ইউনূস বলেন, ‘অন্তবর্তীকালীন দায়িত্বের প্রস্তাব শুনে আমি বিস্মিত হয়েছিলাম।’ তবে অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন’ তিনি। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’ সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসংশ্লিষ্ট নানা বিষয়।

Card image

ফিলিস্তিনের গাজায় সংসিহতা বন্ধে ২০ দফা পরিকল্পনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্প জানান, স্বাধীনতাকামী গোষ্ঠীটি এ প্রস্তাব না মানলে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে। উল্লেখযোগ্য দফাগুলো হলো, উভয় পক্ষ যদি এ প্রস্তাবে সম্মত হয়, তবে যুদ্ধ সঙ্গে সঙ্গে শেষ হবে। ইসরাইলি সেনারা বন্দি বিনিময়ের প্রস্তুতির জন্য একটি নির্ধারিত সীমারেখায় সরে যাবে। এ সময়ে বিমান ও কামানের গোলাবর্ষণসহ সব ধরনের সামরিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে এবং শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধের সব ফ্রন্টলাইন স্থবির থাকবে। হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে। সব জিম্মিকে ফিরিয়ে দেয়ার পর ইসরাইল ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক ১৭০০ জন গাজাবাসীকে মুক্তি দেবে। সব জিম্মিকে মুক্তি দেয়ার পর, যেসব হামাস সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নেবে এবং অস্ত্র সমর্পণ করার প্রতিশ্রুতি দেবে, তাদের সাধারণ ক্ষমা করা হবে। এ ছাড়া হামাসের যেসব সদস্য গাজা ছেড়ে যেতে ইচ্ছুক, তাদের গন্তব্য দেশগুলোতে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। চুক্তি গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকায় পূর্ণ মাত্রায় মানবিক সাহায্য পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী গাজাকে একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসনের অধীন আনা হবে। এই প্রশাসন পরিচালনার দায়িত্বে থাকবে একটি টেকনোক্র্যাটিক ও রাজনীতি-বিবর্জিত ফিলিস্তিনি কমিটি, যা গাজাবাসীর জন্য দৈনন্দিন জনসেবা এবং পৌরসভার কাজ দেখভাল করবে। এছাড়া কমিটিতে থাকবেন যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক ট্রানজিশনাল সংস্থা, যার নাম ‘বোর্ড অব পিস’। এই বোর্ডের প্রধান ও সভাপতি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ আরও সদস্য ও রাষ্ট্রপ্রধানদের নাম পরে ঘোষণা করা হবে।

Card image

রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান সরকার। জাপান দূতাবাস বলেছে, জাপানের এ অনুদানের মাধ্যমে ডব্লিউএফপি এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং ২ হাজার ঝুঁকিপূর্ণ বাংলাদেশিকে মাসিক খাদ্য সহায়তা ও পুষ্টি সহায়তা দেবে। পরিবারগুলো ভাত, ডাল এবং তাজা শাকসবজিসহ ক্যাম্প স্টোরগুলোতে বিভিন্ন ধরনের খাবার কেনার জন্য ই-ভাউচার পাবে। এই অর্থের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ক্যাম্পের ভেতরে এবং বাইরে ছোট শিশু ও গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের কাছে বিশেষ পুষ্টি সহায়তা পৌঁছাবে। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার জন্য এবং স্থানীয় সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা দেওয়ার জন্য জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পাশে রয়েছে। আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিল কমতে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি বলেন, জাপানের এই অংশীদারিত্ব এবং দেশটির জনগণের উদারতার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা সব অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির আরও অবনতি রোধ করতে সাহায্য করে। 

Card image

গাজার গণহত্যায় জার্মান সরকারের নীরবতার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ করেছে লাখো মানুষ। প্রতিবাদকারীরা বার্লিনের সিটি হল থেকে গ্রোসার স্টার্ন পর্যন্ত মিছিল করেছে। এই বৃহৎ বিক্ষোভের আয়োজন করেছিল প্রায় ৫০টি গ্রুপের একটি বড় জোট, যার মধ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন, মেডিকো ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিরোধী লেফ্ট পার্টি অন্তর্ভুক্ত। আয়োজকরা জার্মান সরকারের জন্য ‘ইসরায়েলের গণহত্যায় সহমর্মিতা বন্ধের’ দাবি জানান। তারা আরও দাবি করেছে, ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে। আয়োজকরা বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি সরকারের কার্যক্রম বহু সময় ধরেই বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা গণহত্যা হিসেবে বর্ণিত হয়েছে এবং আন্তর্জাতিক আদালত বিষয়টি তদন্ত করছে। নতুন একটি জরিপে দেখা গেছে, জার্মান ভোটারদের মধ্যে ৬২% মনে করছেন গাজার ওপর ইসরায়েলের কার্যক্রম গণহত্যা। এটি কেন্দ্র-ডান সরকারকে ইসরায়েলের প্রতি তাদের অবস্থান পুনর্মূল্যায়নের চাপ বাড়াচ্ছে। যদিও চ্যান্সেলর মেরজ এবং পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা তীব্র করেছেন এবং গাজার মানবিক সাহায্য অবরোধের বিষয়েও মন্তব্য করেছেন, তবে তারা এখন পর্যন্ত ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেননি!

Card image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, ইসরায়েলের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইউক্রেন। জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন খুব শিগগিরই নতুন দুটি প্যাট্রিয়ট সিস্টেমও পাবে। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুনে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেছিল যে, ইউক্রেনে কোনো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হয়নি। যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বেশ সহায়ক হবে বলে জানান জেলেনস্কি।

Card image

ইসরায়েলের সঙ্গে তৃতীয় একটি সামরিক চুক্তি বাতিল করেছে স্পেন, যার মূল্য ছিল প্রায় ২০ কোটি ৭০ লাখ ইউরো। গাজায় চলমান গণহত্যা এবং আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে স্পেন এই সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা অনুমোদন করেছে স্পেন সরকার। এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি এবং সংশ্লিষ্ট উপকরণের আমদানি ও রফতানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো এই সিদ্ধান্তকে একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অগ্রগতি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে একটি সাহসী ও অগ্রণী পদক্ষেপ।’

Card image

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তোবগে এ প্রস্তাব দেন। তিনি জানান, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি'কে কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। প্রধান উপদেষ্টা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ভুটানের প্রধানমন্ত্রী ধর্মীয় পর্যটন প্রসারে তার সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরে বলেন, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুরা ভুটানে যেতে পারেন, যা পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোবগে জানান, ভুটান তাদের জলবিদ্যুৎ সম্ভাবনাকে বাংলাদেশের জন্য কাজে লাগাতে চায়। ভুটানের ওষুধশিল্পে বাংলাদেশী বিনিয়োগকে স্বাগত জানাতে আগ্রহী তাঁর সরকার। এছাড়া তিনি ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তোবগে বলেন, তিনি সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার আগে এ সফর করবেন।

Card image

সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ। জাতিসংঘে এবারের আলোচনায় যুদ্ধবিরতি আহ্বান এবং ইসরায়েলবিরোধী সমালোচনা কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। তবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্যে দাবি করেন, এইসব সমালোচনা ‘খালি ভান’ মাত্র। তিনি বলেন, ‘আপনারা মনের গভীরে জানেন, ইসরায়েল আসলে আপনাদেরই লড়াই লড়ছে। আমি একটা গোপন কথা বলতে চাই—অনেক নেতা যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তারা পেছনে আমাকে ধন্যবাদ জানান।’ নেতানিয়াহুর দাবি: ‘তারা বলেন, ইসরায়েলের চমৎকার গোয়েন্দা তথ্যের কারণে বহুবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকানো গেছে, অসংখ্য প্রাণ রক্ষা পেয়েছে।’

Card image

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের নৈশভোজ হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। আলোচনায় আইএলওর মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর হিসেবে বর্ণনা করে বলেন, ভবিষ্যতের যে কোনো সরকারকে এর প্রবৃদ্ধি এবং টেকসইয়ের বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। শ্রম সংস্কার এবং আইএলও প্রতিশ্রুতি এগিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন তিনি। জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের বহু নেতাকর্মীর পোশাক শিল্পে সরাসরি অভিজ্ঞতা রয়েছে। যা এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে সহায়ক হবে। এনসিপির সিনিয়র নেত্রী ড. তাসনিম জারা তার রাজনৈতিক যাত্রার সংজ্ঞায়িত মুহূর্ত হিসেবে রানা প্লাজা ট্র্যাজেডির অভিজ্ঞতা তুলে ধরেন। একজন মেডিকেল ছাত্রী হিসেবে আহতদের সেবা দেওয়ার অভিজ্ঞতা তাকে অনিরাপদ শ্রম অনুশীলনের মানবিক মূল্য উপলব্ধি করিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

Card image

গত ২৪ ঘন্টায় একনজরে ৪৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।