জালিয়াতির দায়ে ১২ বছর গৃহবন্দির সাজা পেলেন কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট উরিবে
কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে সাক্ষ্যপ্রমাণে হস্তক্ষেপ ও জালিয়াতির দায়ে ১২ বছর গৃহবন্দি থাকার সাজা দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ ৭৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো সাবেক রাষ্ট্রপ্রধান অপরাধে দণ্ডিত হলেন। খবর বিবিসি।