কলম্বিয়ায় ৬ হাজার বছরের পুরনো কঙ্কালকে ঘিরে নতুন রহস্য
ছয় হাজার বছরের পুরনো কঙ্কাল যেন নীরবে কথা বলছে কলম্বিয়ার বোগোটা আলতিপ্লানোর ইতিহাস নিয়ে। পাহাড়-উপত্যকার মাঝখান দিয়ে বয়ে যাওয়া হাওয়ায় আজও হয়তো ভেসে আসে সেই মানুষের নিঃশ্বাস, যাদের গল্প এত দিন অজানা ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা ছয় হাজার বছরের পুরনো কিছু কঙ্কাল বিশ্লেষণ করে এক অজানা মানব বংশের খোঁজ পেয়েছেন, যাদের কোনো পরিচিত পূর্বপুরুষ বা বংশধর নেই।