গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রেক্ষাপটে কাতারভিত্তিক আন্তর্জাতিক মুসলিম আলেম সংগঠন (আইইউএমএস) ফতোয়া দিয়ে ইসরাইলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদে নামার আহ্বান জানিয়েছে, তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও শরিয়ার নীতিমালার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন মিশরের গ্র্যান্ড মুফতি শেইখ নজির আয়াদ। আইইউএমএস-এর দেয়া ফতোয়ায় বলা হয়, প্রতিটি ‘সক্ষম মুসলমানের’ ওপর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা ধর্মীয় দায়িত্ব এবং মুসলিম দেশগুলোর উচিত অবিলম্বে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক হস্তক্ষেপ করে এই গণহত্যা বন্ধ করা। একইসঙ্গে ইসরাইলের ওপর পূর্ণ অবরোধ আরোপেরও আহ্বান জানানো হয়। শেখ আয়াদ বলেন, এ ধরনের পদক্ষেপ সমাজের নিরাপত্তা ও মুসলিম রাষ্ট্রগুলোর স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে।' জিহাদের ঘোষণা দেওয়ার এখতিয়ার শুধুমাত্র বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বলেও দাবি করেছেন এই মুফতি।
মক্কার মসজিদে নববী এবং মদিনার মসজিদে নববীতে মোট ১২ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৭১২ জন দর্শনার্থী এসেছেন বলে জানিয়েছেন সিইও ইঞ্জিনিয়ার গাজী আল-শাহরানি। তিনি জানিয়েছেন, ১ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ২৪১ জন ওমরাহ পালন করেছেন, ৯ কোটি ২১ লাখ ৩২ হাজার ১৬৯ জন মুসল্লি মক্কার মসজিদে নববীতে সমবেত হয়েছেন এবং ৩০ কোটি ১৫৪ লাখ ৫৪৩ জন মুসল্লি মদিনার মদিনার মসজিদে নববীতে সমবেত হয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল-শাহরানি দুই পবিত্র মসজিদের খাদেম, যুবরাজ বাদশাহ সালমান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতেকাফে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত তিনি ইতিকাফে থাকবেন। রোজা ২৯টি হলে ৩০ তারিখ পর্যন্ত আর রোজা ৩০টি হলে ৩১ তারিখ পর্যন্ত ইতিকাফে থাকবেন তিনি। সাধারণত মুসলিমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে সিয়াম সাধনার পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধির জন্য ইতেকাফে বসে থাকেন। ইতেকাফে থাকা ব্যক্তি দুনিয়ার অন্যান্য সকল কাজ-কর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইবাদাত ও জিকিরে মশগুল থাকেন।
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে। আজ তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো রমজানের আনুষ্ঠানিকতা। রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে। শনিবার এশার আজানের পরই দলে দলে মুসল্লিরা মসজিদে ছুটতে শুরু করেন । প্রথম তারাবিতে রাজধানীর বিভিন্ন মসজিদে পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে যেতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। ঢাকার বিভিন্ন মসজিদে ঢুকে এক অন্যরকম শুকরিয়া ও ইবাদতের প্রবাহ চোখে পড়েছে, যা ঈদের স্মরণ করিয়ে দিচ্ছে।
শক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মুসলিমদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক্স পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াসহ মুসলিম বিশ্বের বেশিরভাগ মুসলমানরাই। চাঁদ না দেখা যাওয়াতে বাকিরা একদিন পর রোজা রাখবেন।
ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সরকার। এই পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশটির কর্মসংস্থান তালিকাতেও। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। এর ফলে দেশটিতে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। ফরাসি ইসলাম ফোরামের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে এই ঘোষণা দেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। ফরাসি ইসলাম ফোরাম হলো ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের নিমিত্তে একটি সরকারি উদ্যোগ।
১৮১৮ সালে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরায়েজী আন্দোলন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা ধারণ করে। এটি ইসলামী ফরজ কর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং কুসংস্কার, ধর্মীয় বিকৃতি ও জমিদারি শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। পূর্ব বাংলা ও আসামে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা এই আন্দোলন মুসলিম ঐক্য এবং ধর্মীয় সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে কাজ করে। বিরোধিতা সত্ত্বেও এটি ভবিষ্যৎ আন্দোলনের জন্য প্রেরণা ও শিক্ষার উৎস হয়ে রয়েছে।
চলমান বিশ্ব ইজতেমায় আজ বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে পবিত্র জুমার বৃহত্তম জামাত। পবিত্র শবেবরাতের দিনে ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশগ্রহণ করতে ঢল নেমেছে মুসুল্লিদের। ইমামতি করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ! সাদপন্থী তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানিয়েছেন, সকালে মাওলানা সাদের দুই ছেলে ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন। শুক্রবার বাদ ফজর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। উদ্বোধনী বয়ান করেছেন মাওলানা আব্দুস সাত্তার!
পবিত্র শবে বরাতের বাণীতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, আসুন, সব ধরনের অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করি। এই সময়ে তিনি বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলমানদের মোবারকবাদ জানান। এই রাতের গুণা মাফসহ অপরাপর মহিমা সম্পর্কেও আলোকপাত করেন তিনি। কামনা করেন এই রাত যেন অশেষ রহমত ও বরকত বয়ে আনে।
আজ মোনাজাতের আগে একজন মুসুল্লীর মৃত্যুর মাধ্যমে ইজতেমার প্রথম পর্বে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৬! মৃত ব্যক্তির নাম হাজী আব্দুর গফুর। তিনি ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ। দোয়া উপলক্ষে ইজতেমা ময়দানের আশেপাশের সব রাস্তা বন্ধ ছিল। মোনাজাতের পর মুসুল্লিদের ময়দান ত্যাগের পর আবার যান চলাচল শুরু হয়।
গত ২৪ ঘন্টায় একনজরে ১০৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।