রাবি'র উপ-উপাচার্যসহ একাধিক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা। এর আগে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে, যেসব ব্যক্তি বা গোষ্ঠী শিক্ষকদের লাঞ্ছিত করেছে, তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে জানানো হয়।
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির আলোচনার পুনরায় শুরু হওয়ার আগে দোহায় বিমান হামলার জন্য ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে কাতার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে উত্থাপন করেন। পরে বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে আলোচিত হয়। কাতার সম্ভবত এমন ক্ষমাপ্রার্থনা গ্রহণ করবে যা কেবল নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু, তার পরিবারের ক্ষতিপূরণ এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা সীমিত থাকবে।
গাজা, লেবানন, ইরান, ইয়েমেন ও কাতারে সাম্প্রতিক হামলার পর তুরস্ক ইসরাইলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সতর্ক হয়ে উঠেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, তুরস্ক হতে পারে ইসরাইলের পরবর্তী লক্ষ্য, যেখানে ন্যাটো সদস্যপদও সুরক্ষা দিতে পারে না। নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ ধারণা এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলের আগ্রাসী পদক্ষেপ উত্তেজনা বাড়াচ্ছে। তুরস্ক ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে এবং আঞ্চলিক ও সামুদ্রিক কৌশল শক্তিশালী করছে, যাতে ইসরাইলের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ করা যায়।
রোববার দুবাইয়ে নিজ বাসা থেকে মনির হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মনির দুবাই শহরে একটি কার্টন কোম্পানিতে কাজ করতেন। মনির হোসেনের ভাই আনোয়ার হোসেন জানান, মনির দুবাইয়ের জবেল আলীতে তিন সদস্যের একটি রুমে থাকতেন। প্রতিদিনের মতো শনিবার আনুমানিক রাত ১০টার দিকে ডিউটি থেকে রুমে এসে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে অল্প সময় কথা বলেন। এ সময় রান্না করার কথা বলে ফোন রেখে দেন এবং খাবার শেষ করে ফোনে কথা বলবে বলেন। এরপর ফোন না আসায় বড় ভাই তাকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে একই কোম্পানিতে কাজ করা তার আপন ছোট ভাই তার পরিচিতি জনদের খবর দিয়ে পাঠালে মনিরের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। এ ঘটনার পরে মনিরের রুমে থাকা এক পাকিস্তানি ও ইন্ডিয়ানসহ বাকিদের পাওয়া যায়নি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন জানান, ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন— ষষ্ঠ শ্রেণির ছাত্র নিলয় (১৩) ও পঞ্চম শ্রেণির ছাত্রী রুপি বড়ুয়া (১০)। ডা. শাওন বলেন, উত্তরার বিমান দুর্ঘটনায় আজ আরও দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নিলয়ের শরীরের ২৫ শতাংশ এবং রুপি বড়ুয়ার শরীরের ২০ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। বর্তমানে আমাদের এখানে ৮ জন ভর্তি আছে। এ পর্যন্ত ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া, আমাদের হাসপাতালে এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ বেপারীপাড়া এলাকায় ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০-৮৫ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। আরও বেশ কয়েকজন মিছিলকারী পালিয়ে যান। ওসি বাবুল আজাদ জানান, অবৈধভাবে মিছিল করায় ৬৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে চালান দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষীর জবানবন্দি দিচ্ছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। মামলায় ৪৮ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন জুনায়েদ। তিনি ২০১৩ সালের কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ণনা দিচ্ছেন। এর আগে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অবশিষ্ট জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দিনের মতো জবানবন্দি দেন নাহিদ। একই দিন বেলা পৌনে ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন আমির হোসেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণের ১৯তম কার্যদিবসে মোট জবানবন্দি দিচ্ছেন ৪৮ জন।
দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। লক্ষণীয় বিষয়- কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নেই। এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে। জাপান বাংলাদেশের মাতারবাড়ীতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। তৎকালীন শেখ হাসিনার সরকারের অধীনে ভারত ২০২৪ সালে বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল।
গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এ আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির হাত ছিল। দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন। তাদের মতে, এ মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই। মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি। তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন। আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম। একইসঙ্গে ৫ আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত-সারজিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের ২ কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাদের একজন হলেন মেজর জেনারেল কবীর আহাম্মদ ও অপরজন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে এই দুজনকে কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে- তা জানানো হয়নি প্রজ্ঞাপনে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ড. ইউনূসের সঙ্গে আরও যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং আখতার হোসেন। জামায়াত এবং এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় তাদের দল থেকে দুইজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করা হয়। তবে অল্প সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন কঠিন হওয়ায়, আগে থেকে যাদের মার্কিন ভিসা রয়েছে তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে।
ঢাবি শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু নেতারা। ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একইসঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে যে ঘৃণ্য মন্তব্য করেছেন, ডাকসু মনে করে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদাহানি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার শামিল। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি মাল্টি-ব-কালচারাল প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।
রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দিলো তিন প্রভাবশালী দেশ — যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে, যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, জি-সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫০।
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন গাজায় চলমান গণহত্যা থামানোর জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দ্য গার্ডিয়ান-এ লেখা নিবন্ধে তিনি বলেছেন, ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ানো এবং যেকোনো সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করা গুরুত্বপূর্ণ। আরডার্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আহত, অপুষ্টিতে ভোগা মানুষ, গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর জোর দেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে তিনি বিশ্ব নেতাদের গাজাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং মানুষকে কেবল সংখ্যা হিসেবে দেখার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।
অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য ইউনিসেফের মাধ্যমে গাভি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা ক্রয় করার অনুমোদন দিয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ২০২৫-২৬ অর্থবছরের তিন মাসের টিকাদান নিশ্চিত করবে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ক্রয় করা হতে পারে, যা জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করবে।
পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে সতর্ক করেছেন যে তারা শত্রু হিসেবে থাকতে চায় নাকি ভালো প্রতিবেশী হিসেবে এগোতে চায়, কারণ উভয় দেশের একসাথে বসবাস করা অপরিহার্য। লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে বক্তব্যে তিনি অতীত যুদ্ধের ব্যয় তুলে ধরেছেন এবং শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। কাশ্মীর ইস্যু সমাধান, গাজা সংকটের নিন্দা এবং সমান শর্তে আলোচনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন। সাম্প্রতিক দেশীয় সাফল্য, অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক অবস্থানের শক্তিশালীকরণও আলোচনা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমানঘাঁটি ফেরত দেওয়ার আল্টিমেটাম দিয়ে বলেছেন, তা না হলে দেশটি “ভয়ংকর পরিণতি” ভোগ করবে। ট্রুথ সোশ্যাল ও হোয়াইট হাউসে তিনি জানান, বিমানঘাঁটি অবিলম্বে ফেরত চাই। যুক্তরাজ্য সফরে তিনি আরও জানান, ঘাঁটি ফেরত আনার প্রচেষ্টা চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটি হারানো নিয়ে ট্রাম্প বহুবার হতাশা প্রকাশ করেছেন এবং আফগানিস্তানে চীনের বাড়তি প্রভাবের অভিযোগ তুলেছেন।
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ব্রাজিল। গাজা ও পশ্চিম তীরে ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। আইসিজে-র ৬৩ নম্বর অনুচ্ছেদে নির্ধারিত অধিকার ব্যবহার করে ব্রাজিল জানায়, ইসরাইলের আগ্রাসনের বিচারহীনতা আন্তর্জাতিক আইনকে হুমকির মুখে ফেলছে। ব্রাজিল এখন স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে মামলাটিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এ যুদ্ধে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফে লবণ মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে, যেখানে আগে ধান চাষ হতো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ৩০০ হেক্টর লবণ মাঠে ব্রি ধান-৭৫ ও বিনা ধান-১৭ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকেরা। একই জমিতে লবণ ও ধান চাষে আয় ও উৎপাদন বেড়েছে। কর্তৃপক্ষ অন্যান্য পরিত্যক্ত লবণ মাঠেও এ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে, যা স্থানীয় কৃষক ও দেশের খাদ্য সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে।
রাবি'তে পোষ্য কোটা ইস্যুতে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে লাঞ্ছিতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পোষ্য কোটা ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা সিন্ডিকেট সভায় স্থগিত করা হয়েছে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত এ বিষয়ে জানানো হবে। একই সঙ্গে রাকসু নির্বাচন যথাযথ সময়ে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পোষ্য কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। আগামীকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনসহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এর আগে, শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।