Web Analytics

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন জানান, ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন— ষষ্ঠ শ্রেণির ছাত্র নিলয় (১৩) ও পঞ্চম শ্রেণির ছাত্রী রুপি বড়ুয়া (১০)। ডা. শাওন বলেন, উত্তরার বিমান দুর্ঘটনায় আজ আরও দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নিলয়ের শরীরের ২৫ শতাংশ এবং রুপি বড়ুয়ার শরীরের ২০ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। বর্তমানে আমাদের এখানে ৮ জন ভর্তি আছে। এ পর্যন্ত ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া, আমাদের হাসপাতালে এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে।

Card image

নিউজ সোর্স

বার্ন ইনস্টিটিউট ছাড়লেন মাইলস্টোনের আরও দুই শিক্ষার্থী

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।