দুবাইয়ে নিজ রুম থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
দুবাইয়ে নিজ বাসা থেকে মনির হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
রোববার দুবাইয়ে নিজ বাসা থেকে মনির হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মনির দুবাই শহরে একটি কার্টন কোম্পানিতে কাজ করতেন। মনির হোসেনের ভাই আনোয়ার হোসেন জানান, মনির দুবাইয়ের জবেল আলীতে তিন সদস্যের একটি রুমে থাকতেন। প্রতিদিনের মতো শনিবার আনুমানিক রাত ১০টার দিকে ডিউটি থেকে রুমে এসে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে অল্প সময় কথা বলেন। এ সময় রান্না করার কথা বলে ফোন রেখে দেন এবং খাবার শেষ করে ফোনে কথা বলবে বলেন। এরপর ফোন না আসায় বড় ভাই তাকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে একই কোম্পানিতে কাজ করা তার আপন ছোট ভাই তার পরিচিতি জনদের খবর দিয়ে পাঠালে মনিরের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। এ ঘটনার পরে মনিরের রুমে থাকা এক পাকিস্তানি ও ইন্ডিয়ানসহ বাকিদের পাওয়া যায়নি।
দুবাইয়ে নিজ বাসা থেকে মনির হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।