লবণ মাঠে আমনের বাম্পার ফলন, কৃষি খাতে নতুন মাত্রা
কক্সবাজার টেকনাফের লবণের মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। যার কারণে আনন্দে আত্মাহারা টেকনাফের কৃষকেরা। এবার মৌসুম ভাল থাকায় বাম্পার ফলেছে ফলনে। দক্ষিণা বাতাসে দুলছে হাজারো কৃষকের স্বপ্ন। এটি কৃষি খাতে যেন নতুন মাত্রা যোগ করেছে। যেখানে লবণের মাঠে কোনো প্রকার ধান হতো না, সেখানে ধান হওয়া মানে কক্সবাজার তথা টেকনাফবাসীর জন্য আনন্দের বিষয় ও ধান উৎপাদনে নতুন একটি মাত্রা যোগ হলো বলে মনে করেছেন কৃষকেরা। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সোনালি ধান কেটে ঘরে তোলার উৎসবের অপেক্ষায় তারা।