চিকিৎসা শিক্ষায় শিক্ষক সংকট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ নভেম্বর) জারি করা দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের পাঁচটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়—এবং ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন (সিএমই) ও ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষকেরা মূল বেতনের ৭০ শতাংশ হারে “নন-প্র্যাকটিসিং” প্রণোদনা ভাতা পাবেন।
এই সুবিধা ১০টি বিষয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য—অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও এনেস্থেসিওলজি। শেষ দুটি বেসিক সাবজেক্ট না হলেও নন-প্র্যাকটিসিং হওয়ায় সুবিধার আওতায় আনা হয়েছে।
শর্ত হিসেবে বলা হয়েছে, প্রণোদনা ভাতা পেতে শিক্ষকদের নন-প্র্যাকটিসিং ঘোষণা দিতে হবে। কোনো শিক্ষক প্র্যাকটিসে যুক্ত থাকলে তিনি এই ভাতা পাবেন না। আগামী ২০২৫–২০২৬ অর্থবছর থেকে এই ভাতা কার্যকর হবে এবং আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে।
এ পদক্ষেপ চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ শিক্ষক ধরে রাখতে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বেসিক সাবজেক্টের মেডিক্যাল শিক্ষকরা মূল বেতনের ৭০ শতাংশ হারে প্রণোদনা ভাতা পাবেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই আইনে পরিবারের বাইরের ঘনিষ্ঠ বা আবেগগতভাবে যুক্ত ব্যক্তিরাও নিঃস্বার্থভাবে কিডনি সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন।
আগে শুধুমাত্র পরিবারের সদস্যদের অঙ্গদান করার অনুমতি থাকায় অনেক রোগীকে বিদেশে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হতো, এমনকি অনেক সময় অনৈতিকভাবে অঙ্গ সংগ্রহের ঘটনাও ঘটত। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, নতুন এই আইন সেই জটিলতা দূর করবে এবং দেশে বৈধ ও নৈতিকভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ তৈরি করবে।
তিনি বলেন, এতে চিকিৎসা ব্যয় কমবে, বিদেশমুখিতা হ্রাস পাবে এবং মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে।
এছাড়া বৈঠকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ও অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে গণহত্যার অভিযোগে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে এবং দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে এর শাখা জাদুঘর প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ দুটি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়
যুক্তরাষ্ট্রের মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁরা পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে যুগান্তকারী গবেষণা করেছেন, যা শরীরের নিজস্ব কোষ ও ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিরোধ প্রতিক্রিয়া ঠেকাতে সাহায্য করে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিজয়ীরা পাবেন একটি মেডেল, সনদ ও মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা ১৪৬ কোটি টাকার সমান। তাঁদের এই আবিষ্কার অটোইমিউন রোগ চিকিৎসা ও ইমিউন নিয়ন্ত্রণ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।
মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। ছবি: সংগৃহীত।
চীনের গবেষকরা “বোন-০২” নামে নতুন একটি চিকিৎসা আঠা তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। এটি হাড়ের টুকরোগুলো স্থিতিশীল রাখে এবং হাড় সেরে ওঠার পর শরীরে স্বাভাবিকভাবে শোষিত হয়, ফলে ইমপ্লান্ট অপসারণের প্রয়োজন হয় না। ঝিনুকের মতো জলমগ্ন পরিবেশে শক্তভাবে আটকে থাকার অনুপ্রেরণায় তৈরি এই আঠা রক্তমাখা অবস্থাতেও কার্যকর। ১৫০-এর বেশি রোগীর পরীক্ষায় এটি হাড়ের শক্তিশালী সংযোগ দেখিয়েছে এবং ভবিষ্যতে ধাতব প্লেট ও স্ক্রু প্রতিস্থাপন করতে পারে।
মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগবে: চীনের বিজ্ঞানীরা উদ্ভাবন করলেন বিপ্লবী ‘বোন গ্লু’
গত ২৪ ঘন্টায় একনজরে ৮৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।