৩ মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়, চীনে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার
চীনের গবেষকরা দাবি করেছেন, তারা এমন এক ধরনের চিকিৎসা আঠা তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। নতুন এই ‘বোন গ্লু’ হাড় জোড়ার পাশাপাশি ভাঙা টুকরোগুলোও স্থির রাখতে পারবে এবং হাড় সেরে ওঠার পর এটি শরীরের ভেতর থেকেই স্বাভাবিকভাবে শোষিত হয়ে যাবে। ফলে ইমপ্লান্ট অপসারণের জন্য আরেকটি অস্ত্রোপচারের দরকার পড়বে না।