লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক সবুজ মিয়া। বৃহস্পতিবার ভোরে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। প্রায় ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরগোমানী বিওপির কাছে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভারতীয় পুলিশ লাশটি বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের গুলির ঘটনা দুই দেশের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিবর্তে অপ্রাণঘাতী ব্যবস্থার দাবি জানিয়ে আসছে।
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, ১৬ ঘণ্টা পর লাশ হস্তান্তর
কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক বাংলাদেশি নারী আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা স্থানীয় আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, বিজিবির সঙ্গে যোগাযোগ চলছে, যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়। স্থানীয়রা জানাচ্ছেন, গত কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু এলাকার দিক থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। সূত্র জানিয়েছে, ওপারে আরাকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের নারী আহত
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশি বদর আলীকে (৩৮) আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে বেনীপুর স্কুলপাড়া মাঠের শূন্যরেখা থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার সময় লাঠিপেটা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তার স্ত্রী জোসনা খাতুন স্বামীর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পর বুধবার সকালে সীমান্ত থেকে ফেরার পথে বিএসএফ তাকে আটক করে। পুলিশ ও বিজিবি ঘটনাটি নিশ্চিত করেছে। বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানালেও এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়েছে।
সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ
নওগাঁর শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বিএসএফ। আজ শুক্রবার ভোরে সীমান্তের পাশ থেকে বিজিবি ওই ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চারজন নারী। আটককৃতদের আদি নিবাস পাবনা জেলায়। তাদেরকে পত্নীতলা থানায় সোপর্দ করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা, মানবপাচার এবং মাদক চোরাচালানবিরোধী বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও বিএসএফ’র মধ্যে। শনিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দুই দেশের কমান্ডিং পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, এতে বিজিবির স্টাফ অফিসারসহ ১০ জন এবং বিএসএফ’র কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। তিনি বলেন, উক্ত সৌজন্য সাক্ষাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়। পরে, উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২ কি. মি. হাঁটেন। এ সময়, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বিজিবি-বিএসএফ কর্মকর্তারা।
ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক দশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু। পরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। তারা রাঙ্গামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা। এ প্রসঙ্গে ওসি শামিমুল হক বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৫টি মাছ ধরার ট্রলারসহ ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম-ঠিকানা বা তাতে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা জেলে রয়েছেন তা নিশ্চিত করা যায়নি। আরাকান রাজ্য থেকে প্রকাশিত জিএএন সংবাদটি লিখেছে- আরাকানের সমুদ্র অঞ্চলে অবৈধভাবে মাছ ধরা রোধে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর এত প্রচেষ্টা থাকা সত্ত্বেও কেন জেলেরা অনুমোদনহীন মাছ ধরার কাজে জড়িয়ে পড়েছে- এমন সমস্যার সমাধানে আরাকান আর্মি এ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আটক জেলেদের আরাকান আর্মির কোস্টগার্ড আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেপালে সামাজিকমাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির অভিযোগে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর হামলায় বেড়ে চলেছে নিহতের সংখ্যা। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভারতীয় এসএসবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সতর্কতা পূর্বসতর্কতামূলক এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে যাতে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। এর আগে, বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। অস্থিরতা নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন।
বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পূর্ব তীরের ফেরানফ্রু গ্রামে অপেক্ষা করছে অন্তত ৩০০ রোহিঙ্গা। জানা গেছে, বুধবার রাতেই তারা বাংলাদেশে অনুপ্রবেশের পরিকল্পনা করেছে। তারা মিয়ানমারের বুথিডং শহর থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৪১ জন রোহিঙ্গা নাফ নদীর পূর্ব তীরে এসে পৌঁছেছে। এর আগে গতকাল মঙ্গলবার প্রায় দুই শতাধিক রোহিঙ্গা একই স্থানে জড়ো হয়। অনুপ্রবেশের সম্ভাব্য দুটি রুটও চিহ্নিত করা হয়েছে। প্রথমটি— ফেরানফ্রু হয়ে রোয়াইঙ্গাধং পথ ধরে জালিয়ার দ্বীপের উত্তরে বিপি–৮ হ্নীলা রোয়াইঙ্গা খালি পয়েন্ট দিয়ে প্রবেশ। এ ক্ষেত্রে স্থানীয় রোহিঙ্গা দালাল ও বাংলাদেশের স্থানীয় দালালরা সহযোগিতা করছে। দ্বিতীয়টি— ফেরানফ্রু হয়ে জালিয়ার দ্বীপের দক্ষিণ দিকে বিপি–০৩ শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে প্রবেশের প্রস্তুতি। আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দিচ্ছে না; বরং যারা বাংলাদেশে যেতে চায় তাদের কাছ থেকে মাথাপিছু ২০ হাজার কিয়াত ট্যাক্স আদায় করছে।
রোববার সন্ধ্যায় সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও তিনটি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। ইউএনও শেখ এহসান জানান, সীতা নামক এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যায়। জেটিঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানিয়েছেন, রোববার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের গলাচিপার মো. আফসার, আবু তাহের ও মোহাম্মদ আলমগীরের মালিকানাধীন ফিশিং ট্রলারগুলোকে স্পিডবোট যোগে আরাকান আর্মি সদস্যরা ধাওয়া করে জিম্মি করে। এ সময় আফসারের ভাই নুরুল ইসলামের মালিকানাধীন ফিশিং ট্রলারটি পালিয়ে এসে ঘটনাটি জানায়। এখন পর্যন্ত জেলেদের কোনও খোঁজ খবর পাওয়া যায়নি। এর আগে, গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে ১০টি ট্রলারসহ ৬৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে ট্রলার মালিকরা। ফলে গত ২৬ দিনে ১৩টি ট্রলারসহ ৭৮ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
সাতক্ষীরা সীমান্তে আটক হওয়া ১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে বিজিবির হাতে বিএসএফ হস্তান্তর করে। জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর সীমান্ত চেকপোস্ট এলাকায় তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবি নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আটক বাংলাদেশিদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিএসএফ সদস্যরা তাদের হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে। তারা সাতক্ষীরা, পিরোজপুর ও খুলনা জেলার বাসিন্দা। এ নিয়ে ওসি শামিনুল হক জানান, ভারতে বিএসএফের হাতে এসব বাংলাদেশি নাগরিক আটক হন, পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ইতোমধ্যে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা নেয়া হয়েছে এবং আত্নীয় স্বজনদের খবর পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাবকের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্তে আক্রমণ, নির্যাতন ও হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনাসহ ১০ বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে উভয়পক্ষ সঠিক সময়ে তথ্য শেয়ার এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সতর্ক ও দৃঢ় থাকার বিষয়ে সম্মত হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের দ্বারা নিরীহ বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা ও আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এর জবাবে বিএসএফ মহাপরিচালক সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের বেলায় টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিজিবি মহাপরিচালক বিএসএফ কর্তৃক অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি, ভারতীয় নাগরিক ও বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে পুশইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। বিএসএফ মহাপরিচালক পারস্পরিকভাবে সম্মত প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠানোর আশ্বাস দেন। এছাড়াও দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে সাগর থেকে একটি মাছ ধরার নৌযানসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ‘সীতা’ নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, তৎক্ষনাৎ তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। গতকাল আইন শৃঙ্খলা সভায়ও এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে, বাংলাদেশের জলসীমায় জেলেরা নাব্যতা সংকটের কারনে মাছ ধরতে না পেরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এ কারনেই প্রতিদিন এমন ঘটনা ঘটছে। এ ব্যাপারে উর্ধ্বতন মহলে জানানো হয়েছে। উল্লেখ্য, ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন চলতি মাসে মোট ৬৫ জন জেলেকে অপহরণ করা হয়েছে।
বিএসএফ শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে। তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানান, এর আগে কোনো দায়িত্বে থাকা বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ভারতীয় ভূখণ্ডে এভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েননি। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আটক কর্মকর্তা এককভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন, নাকি কোনো চক্রের হয়ে কাজ করছিলেন, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত অব্যাহত রয়েছে। সীমান্ত পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় একনজরে ৬৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।