Web Analytics

বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিএসএফ সদস্যরা তাদের হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে। তারা সাতক্ষীরা, পিরোজপুর ও খুলনা জেলার বাসিন্দা। এ নিয়ে ওসি শামিনুল হক জানান, ভারতে বিএসএফের হাতে এসব বাংলাদেশি নাগরিক আটক হন, পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ইতোমধ্যে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা নেয়া হয়েছে এবং আত্নীয় স্বজনদের খবর পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাবকের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

Card image

নিউজ সোর্স

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে। তারা সাতক্ষীরা, পিরোজপুর ও খুলনা জেলার বাসিন্দা।