Web Analytics

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক। বৈঠকে তুর্ক অধ্যাপক ইউনূসকে সংগঠনের সদস্য হতে আমন্ত্রণ জানান। তিনি ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের পথপ্রদর্শকমূলক কাজের প্রশংসা এবং এর বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে আপনার মতামত আমরা বিশেষভাবে মূল্যায়ন করব। তুর্ক বলেন, জুলাই গণঅভ্যুত্থান দুনিয়াকে বিস্মিত করেছে এবং এ ধরনের রূপান্তর সম্পর্কে বৈশ্বিক নেতাদের আরও ভালোভাবে জানা প্রয়োজন। প্রধান উপদেষ্টা এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এই পথেই অটল।

Card image

বদরুদ্দীন উমরের মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। রোববার এক বিবৃতিতে উপদেষ্টা বলেন, ‘আমাদের ভাষা আন্দোলনসহ এই দেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধ‌্যায়ের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।' তিনি বলেন, ‘বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক আলোচনাতেই তার কর্ম সীমাবদ্ধ রাখেননি, মানুষের মুক্তি-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাঁর নির্ভীক ও আপসহীন ভূমিকার কথাও এই প্রসঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে এই দেশ ও জাতি স্মরণ করবে। জীবনের কোনো সুবিধাবাদী প্ররোচনা, প্রলোভন তাকে তার আদর্শ থেকে বিচলিত বা লক্ষ‌্যভ্রষ্ট করতে পারেনি। তাঁর জীবন, চিন্তা ও কর্ম ছিল মানুষের মুক্তিসংগ্রামের জন‌্য নিবেদিত। বদরুদ্দিন উমরের প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন মনীষীকে হারাল। উপদেষ্টা আরো বলেন, ‘এই মহান চিন্তক ও নিরলস সংগ্রামীর প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। বদরুদ্দীন উমর সব সময় আমাদের সব ন্যায্য ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন।’

Card image

দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এতে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, পাঁচটি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি একটি সমাধিসৌধ যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে অন্তত ১০ জন আটকা পড়েন। ধসের ঘটনার পর বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। সেখানে উদ্ধার অভিযান চলছে।

Card image

জাপানের রফতানি টানা দ্বিতীয় মাসে কমেছে, যার প্রধান কারণ যুক্তরাষ্ট্রে রফতানি হ্রাস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক হুমকি। জুন মাসে যুক্তরাষ্ট্রে রফতানি ১১% এবং গাড়ি রফতানি ২৬.৭% কমে গেছে। সামগ্রিকভাবে রফতানি হ্রাস পেয়েছে ০.৫%, যার ফলে প্রথমার্ধে ২.২ ট্রিলিয়ন ইয়েন বাণিজ্য ঘাটতি হয়েছে। জুলাইয়ের শুরুতে শুল্ক কার্যকরের কথা থাকলেও তা আগস্ট ১ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় আলোচনার জন্য, তবে এখনো কোনো চুক্তি হয়নি। এতে মন্দা ফেরার আশঙ্কা তৈরি হয়েছে।

গত ২৪ ঘন্টায় একনজরে ৭২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।