ট্রাম্পের শুল্ক হুমকিতে রফতানি কমেছে জাপানের
যুক্তরাষ্ট্রে রফতানি কমায় টানা দ্বিতীয় মাসে জাপানের সামগ্রিক রফতানি হ্রাস পেয়েছে। জুনে দেশটির সামগ্রিক রফতানি দশমিক ৫ শতাংশ ও যুক্তরাষ্ট্রে রফতানি ১১ শতাংশ কমেছে। দেশটিতে গাড়ি রফতানি কমেছে ২৬ দশমিক ৭ শতাংশ। এতে প্রথমার্ধে ২ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েন বাণিজ্য ঘাটতিতে পড়েছে জাপান। ফলে আবার মন্দায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জুলাইয়ের প্রথমে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট পর্যন্ত তা পিছিয়ে দিয়েছেন আলোচনার জন্য। তবে এখনো কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রে জাপানের প্রায় এক-পঞ্চমাংশ রফতানি হওয়ায় বাণিজ্য চুক্তি এখন জরুরি বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর এপি