Web Analytics

রোমভিত্তিক নোভা নিউজ সংস্থার ব্রাসেলসভিত্তিক ইতালিয় সাংবাদিক গাব্রিয়েলে নুনজিয়াতিকে বরখাস্ত করা হয়েছে গাজা পুনর্গঠন বিষয়ে প্রশ্ন তোলার কারণে। ১৩ অক্টোবর ইউরোপীয় কমিশনের এক প্রেস কনফারেন্সে তিনি মুখপাত্র পাউলা পিনহোকে প্রশ্ন করেন, ইউরোপীয় ইউনিয়ন যেমন রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের খরচ বহনের আহ্বান জানায়, তেমনি কি ইসরায়েলকেও গাজা পুনর্গঠনের ব্যয় বহন করা উচিত নয়? পিনহো উত্তরে বলেন, এটি আকর্ষণীয় প্রশ্ন হলেও তার কোনো মন্তব্য নেই।

সংলাপটির ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন মিডিয়া সেটি পুনঃপ্রচার করে। দুই সপ্তাহ পর, ২৭ অক্টোবর নুনজিয়াতি একটি ইমেইল পান যেখানে জানানো হয় সংস্থাটি আর তার সঙ্গে কাজ করবে না। দ্য ইন্টারসেপ্ট-কে দেওয়া সাক্ষাৎকারে নুনজিয়াতি বলেন, বরখাস্তের কারণ ছিল গাজা-সংক্রান্ত প্রশ্নটি। নোভা নিউজের মুখপাত্র ফ্রান্সেস্কো সিভিতাও বিষয়টি নিশ্চিত করেন।

ইতালির সংসদ সদস্য আনা লাউরা অররিকো এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “ঘটনাটি সত্য হলে এটি সংবাদমাধ্যমের জন্য লজ্জাজনক এক পদক্ষেপ।”

06 Nov 25 1NOJOR.COM

ইতালিয় সাংবাদিক গাব্রিয়েলে নুনজিয়াতি ও ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহো

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে। সকল গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে ওঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর। তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি ও জামায়াত, ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে। সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে, মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা অসম্ভব। রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দেয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে অন্যান্যরা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিলো- তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। কোন কোন গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায়। সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগও করেন আলোচকরা। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলেই হলুদ সাংবাদিকতা কমে আসবে।

Card image

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই। সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে আলোচনা সভায় তিনি বলেন, সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডনের জন্য ১০ দিনের সময় বেধে দেন তিনি। আরও বলেন, বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে। মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না।

Card image

‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার- এমন শিরোনামে সম্প্রতি মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’। তবে শিরোনামে উল্লেখিত বক্তব্যটি দেননি বলে দাবি করেছেন মির্জা ফখরুল। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি ও জামায়াতকে একই বন্ধনীতে ফেলেছে ভারত। আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে। তারা শুধুই নির্বাচনী শরিক। তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে ভারত আওয়ামী লীগের চশমা দিয়ে বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে। আরও বলেছেন, জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক, মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা-বিরোধীদের সঙ্গে লড়াই করছি। বামেরা আমাদের সঙ্গে রয়েছে। এদিকে, প্রতিবেদনটিতে ‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

Card image

দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। লক্ষণীয় বিষয়- কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নেই। এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে। জাপান বাংলাদেশের মাতারবাড়ীতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। তৎকালীন শেখ হাসিনার সরকারের অধীনে ভারত ২০২৪ সালে বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল।

Card image

সংবাদভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। যমুনার নীতি নির্ধারকরা বলছেন, এ প্রাপ্তি আরও কাজ করার প্রেরণা যোগাবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এ অর্জন। এ বছর নানা ক্যাটাগরিতে পরবর্তী দুই বছরের জন্য ৪৯টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিল সুপারব্র্যান্ড। সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এ পুরস্কারের মূল লক্ষ্য। সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড হল একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা ‘সুপারব্র্যান্ডস’ দ্বারা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে দেওয়া হয়।

Card image

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের ওপর হামলা হয়েছে। দুপুরে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। আইয়ুব এখন চিকিৎসাধীন। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা বলেন, ‘এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।’ উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী ইদন মিয়া (৬২) নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। নিহত ইদন মিয়া (৬২) আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা।

Card image

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত খবর কভার করা সাংবাদিকদের জন্য কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা শুধু অধিকার নয়, দায়িত্বও। নামি পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া অর্থনীতিবিদদের আভায় সাংবাদিকদের ভীত না হওয়ারও আহ্বান জানিয়ে তিনি লেখেন, কিছু পরিসংখ্যান বেছে নিয়ে বড়সড় সিদ্ধান্তে পৌঁছানো খুবই সহজ। আমাদের অনেক অর্থনীতিবিদ এই কৌশলে দক্ষ বা সিদ্ধহস্ত। তারা প্রায়ই অর্থনীতি, কর্মসংস্থান বা দারিদ্র্য পরিস্থিতি নিয়ে নাটকীয় সব দাবি তোলেন—শুধুমাত্র বাছাই করা কিছু সংখ্যার ওপর ভিত্তি করে। আর খুব কম সময়ই কেউ তাদের প্রশ্নবিদ্ধ করে। আরও লেখেন, যখন কেউ বেছে নেওয়া সামান্য তথ্য দিয়ে বড় দাবি করেন—এটাই আপনার সুযোগ। তখনই মুখোশ খুলে যায়। আর তা কার্যকরভাবে করতে হলে সব ধরনের পরিসংখ্যান জানা প্রয়োজন। শুধু রপ্তানি, আমদানি, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা চলতি হিসাব ঘাটতিতেই থেমে থাকবেন না। অপরাধের পরিসংখ্যান? সাম্প্রতিক শ্রম অস্থিরতা? আন্তঃখাত প্রভাব? অর্থনীতির বিভিন্ন খাত কেমনভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত—এসবও দেখুন। প্রেস সচিব বলেন, শুধু যখন আপনার হাতের কাছে এই সামগ্রিক চিত্র থাকবে তখনই আপনি বুঝতে পারবেন অনেক বড়সড় দাবির ভেতর কতটা ফাঁপা।

Card image

এক অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউর করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। সেই সঙ্গে তারা ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর করা এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। ওখানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক ভালো সুপারিশ রয়েছে। তবে যেসব জায়গায় অসংগতি আছে, সেগুলোর সমালোচনা করা প্রয়োজন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে ধারা তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে তা থাকা প্রয়োজন। ধর্মীয় কারণে অনেক ভায়োলেন্স তৈরি হয়, এসব ভায়োলেন্স বন্ধের জন্য শাস্তির বিধান থাকা জরুরি। তিনি বলেন, ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতির সঙ্গে আমি একমত। এটি বাস্তবায়ন করতে হবে। সম্পাদক ও প্রকাশকরা ইউনিয়নের পদে থাকলে তা নীতি-বিরুদ্ধ হবে, তাই তাদের পদত্যাগ করতে হবে। সাংবাদিকদের অবশ্যই সার্টিফিকেশন থাকতে হবে। কারণ অপসাংবাদিকতার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা হওয়া উচিত। প্রতিবাদকে মব হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইন মিডিয়ার জন্য ১০–১৫ কোটি, পত্রিকার জন্য ২০ কোটি এবং টিভির জন্য ২০–২৫ কোটি টাকা সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে।

Card image

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকারের যে অবকাঠামো আছে তাতে সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য সরকারি ও বেসরকারি সমন্বয় দরকার। তিনি বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কিছু সহযোগিতা করে চলেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত থাকায় সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন দুরূহ। আরও সময় পেলে এই আইন বাস্তবায়নের চেষ্টা করব।

Card image

জুলাই গণহত্যায় হাসিনার আস্থাভাজন বিটিভির প্রধান বার্তা সম্পাদক মুন্সী ফরিদুজ্জামান, সৈয়দা তাসমিনা আহমেদ ও শামসুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। এক মানববন্ধনে বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বলেন, হাসিনা দেশ ছেড়ে পালালেও তার এবং হাছান মাহমুদের আস্থাভাজন সৈয়দা তাসমিনা ও ফরিদুজ্জামান বহাল তবিয়তে রয়েছেন বিটিভিতে। উল্টো বিটিভি নিউজের দায়িত্ব দেওয়া হয়েছে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত হাসিনার প্রেস উইংয়ের সদস্য ফরিদুজ্জামানকে। শুধু তাই নয়, ২০২৪ সালের ৭ জুলাই বিটিভি কর্তৃপক্ষ আন্দোলন দমনে এবং আরাফাতের নির্দেশে মিথ্যা প্রপাগান্ডার যে সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেয়, সেই কমিটির প্রধান করা হয় শামসুল আলমকে। দুঃখের বিষয় হলেও সত্যি, ছাত্র হত্যার নেতৃত্বদানকারী শামসুল আলম এখন বিটিভির হয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য। তিনি জানান, ফরিদুজ্জামান ও তাসমিনা গংদের হাত ধরেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিওচিত্র যাচ্ছে হাছান মাহমুদের কাছে।

Card image

প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি খাতকে আঘাত করলেও সেই গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় না। ফলে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ছে। জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে শক্তিশালী যুক্তি তৈরি করতে হলে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা নিতে হবে। প্রেস সচিব বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। সাইক্লোন, বন্যা, জলোচ্ছ্বাস ও নোনাজলের বিস্তার প্রতিনিয়ত বাড়ছে। তিনি জানান, সিলেটের পানির সংকট, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা কিংবা ভবদহের জলাবদ্ধতার মতো সমস্যাগুলো জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব। কিন্তু এসব ঘটনা আন্তর্জাতিক আলোচনায় জায়গা করে নিতে পারে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ নয় বরং স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক অস্থিতিশীলতার সঙ্গেও জড়িত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক বিল ম্যাককিবেন ও এলিজাবেথ কোলবার্টকে উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকদেরও এ ধরনের গভীর অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে।

Card image

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের লোগো নকল করে সামাজিক মাধ্যমে যে পেইজগুলো চলছে, তা মূলত সমাজে আস্থার সংকটের প্রতিফলন। উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। তিনি বলেন, সাংবাদিক সমাজ নিজ অধিকার আদায়ে সোচ্চার থাকলে কোনো সরকারই তাদের পেশার ওপর হস্তক্ষেপ করতে পারবে না। সাংবাদিকতা হবে জনবান্ধব। মন্ত্রণালয় কোনো গোষ্ঠী নয়, রাষ্ট্রের স্বার্থকে গুরুত্বে দেবে। যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো। আরো বলেন, ইসি গণমাধ্যম নীতিমালা করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা করেনি। বর্তমানে যে মব ভায়োলেন্স চলমান তার সাথে মিডিয়ারও সম্পর্ক আছে। অনলাইন সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে মিডিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Card image

কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে কমলাপুরের উটের খামার সংলগ্ন একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুজ্জাহের ভুইঁয়া আনাস। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রেদোয়ান। অভিযোগপত্রে তিনি হামলাকারী হিসেবে আলী হোসেন, মামুন আহমেদ, শাহীন আহমেদের নাম উল্লেখ করেন। জানা গেছে, রেদোয়ানুল এবং আনাসকে রড ও লাঠি দিয়ে মারধর করে। পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওসি মেজবাহ উদ্দিন জানান, হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

Card image

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বলেছে, উমামা ফাতেমার বক্তব্যে সাংবাদিক সমাজ বিস্মিত। তিনি ডাকসু ভিপি প্রার্থী হয়েও সাংবাদিকতা পেশাকে, বিশেষ করে মোবাইল জার্নালিজমকে অবমাননাকর ভাষায় তিরস্কার করেছেন, যা শুধু দুঃখজনকই নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যও হুমকিস্বরূপ। সংগঠনটি বলছে, মোজো জার্নালিজম আজকের যুগে সংবাদপত্রের একটি শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে ঘটনাস্থলেই দ্রুততম সময়ে তথ্য, ভিডিও ও ছবি জনগণের কাছে পৌঁছানো সম্ভব হয়। আরো বলেছে, স্পষ্টভাবে সাংবাদিকদের হেয় করে প্রার্থীরা গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবেন না। মোবাইল জার্নালিজম তথ্যপ্রবাহকে আরও সহজলভ্য করেছে, এবং এটি গণতন্ত্রকে শক্তিশালী করার মাধ্যম। সাংবাদিকদের কাজকে খাটো করা মানে জনগণের জানার অধিকার খাটো করা। সংগঠনটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, উমামা ফাতেমা ‘ব্যক্তিগত প্রাইভেসি’র নামে সংবাদকর্মীদের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। অথচ ডাকসু নির্বাচন একটি পাবলিক ইভেন্ট, যেখানে প্রার্থী হিসেবে তার প্রতিটি পদক্ষেপ, আচরণ ও বক্তব্য গণমাধ্যমে আসাটাই স্বাভাবিক।' অবিলম্বে উমামা ফাতেমার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

Card image

গত ২৪ ঘন্টায় একনজরে ১৪১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।