কমলাপুরে দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
রাজধানীর কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কমলাপুরের উটের খামার সংলগ্ন একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।
কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে কমলাপুরের উটের খামার সংলগ্ন একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুজ্জাহের ভুইঁয়া আনাস। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রেদোয়ান। অভিযোগপত্রে তিনি হামলাকারী হিসেবে আলী হোসেন, মামুন আহমেদ, শাহীন আহমেদের নাম উল্লেখ করেন। জানা গেছে, রেদোয়ানুল এবং আনাসকে রড ও লাঠি দিয়ে মারধর করে। পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওসি মেজবাহ উদ্দিন জানান, হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
রাজধানীর কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কমলাপুরের উটের খামার সংলগ্ন একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।