বিবিসি বাংলা জানতে পেরেছে, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও। এ ক্ষেত্রে কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে ‘মডেল’টা অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলেমেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন হাসিনা। সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর সে এখন পুরাদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছে। হাসিনার দুই সন্তান তাকে নানাভাবে সহযোগিতা করছে। জানা গেছে, শেখ হাসিনার নতুন নেতৃত্বের পরিকল্পনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সায় আছে।
ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, সাইবার অ্যাটাকের শঙ্কা সত্যি হলো। সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। পরে বিভিন্ন প্রমাণ দিয়ে আপিল করে ফিরিয়ে আনা হয়েছিল। আইডিটি ফিরে পাওয়ার পর একটি পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক থাকার কথা বলেছিলাম। এর প্রায় ঘণ্টাখানেক পর আইডিটি আবারও ডিজেবল করে দেয়া হয়। আপিল করা হয়েছে। কিন্তু নির্বাচনের আগে আইডিটি ফিরে পাব কিনা জানি না। আরও বলেন, ফেসবুক আইডি দিয়ে আমরা নির্বাচনের প্রচার চালাচ্ছিলাম। রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এই সাইবার অ্যাটাক চালিয়েছে। আবিদ বলেন, ৫ আগস্টের আগেও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। ৫ আগস্টের পর সুস্থ্ রাজনীতির চর্চা করতে গিয়ে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না ও তাদের মতপ্রকাশকে ভয় পায়। এদিকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, আগে দেশের পক্ষে কথা বললে গুম করা হতো, আর এখন সাইবার অ্যাটাক করা হচ্ছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে অন্তত ২৯ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতেই কষ্ট হয়ে যায়। তিনি বলেন, স্থানীয় লোকেরা নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে। এটা ভালো দিক। তবে, কেউ যদি অপেক্ষা করে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের লোক গিয়ে সহায়তা করবে; তবে তা হবে না। আরো বলেন, সাংবাদিকদের ভালো ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের সতর্ক করতে হবে। জাপানের ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন। আমাদেরও সচেতন হতে হবে। দুর্যোগ নিয়ে শিশুদের ছোটবেলা থেকে সচেতন করতে হবে। এসময় আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তন শুধু অর্থনৈতিক ক্ষতি ডেকে আনছে না, সামাজিক খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ তহবিল মিলছে না। এছাড়া অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ঝুঁকির দিক থেকে নবম। তবে প্রচারনায় তা উঠে আসছে না। এসময় বৈশ্বিক দৃষ্টি আকর্ষণে মিডিয়াকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
গণঅভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করা দুঃখজনক উল্লেখ করে, দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দ্রুত নির্বাচনের লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে গঠনতন্ত্র ও নির্বাচনের রূপরেখা প্রকাশের আহ্বান জানান তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না হওয়ায় খাদ্য ও আবাসন সংকটে শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছে, কিন্তু এসব নিয়ে কথা বলার কেউ নেই। অভিযোগ করেন, ছাত্র সংসদের বিষয়ে ছাত্রদল ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকলেও অদৃশ্য কারণে নির্বাচন দিচ্ছে না প্রশাসন।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটের বেশিরভাগ বাসের কাউন্টার বন্ধ রেখেছেন শ্রমিক-কর্মচারীরা। তবে অল্প কিছু বাস কাউন্টার খোলা রয়েছে। এদিকে, বাস কাউন্টার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেককে বিকল্প পথে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। জানা গেছে, গতকাল রোববার রাতে দেশ ট্রাভেলসের কর্মচারীরা বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তাদের কাউন্টার বন্ধ করে দেয়। পরে তাদের সঙ্গে ন্যাশনাল ট্রাভেলস, হানিফ পরিবহনসহ আরও কয়েকটি বাস কোম্পানির কর্মচারীরা যোগ দেয়।
সোমবার জাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। রিট শেষে অমর্ত্যের আইনজীবী মানজুর আল মতিন বলেন, কিছু কিছু গণমাধ্যম প্রচার করেছে জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়েছে, বিষয়টি আসলে সত্য নয়। জাকসুতে ‘সম্প্রীতির ঐক্য’ নামে যে প্যানেল রয়েছে তার ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা হঠাৎ করেই বাতিল করা হয়েছে। প্রার্থী যাচাই বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের অল্প কিছু সময় আগে তাকে কিছু না জানিয়েই তার প্রার্থিতা বাতিল করে দেয়া হয়। তিনি বলেন, আমাদের একটাই চাওয়া যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আমরা আশা করছি আগামীকাল এই রিটটির শুনানি করতে পারবো এবং আমাদের বিশ্বাস হাইকোর্টের রায় অমর্ত্যের পক্ষে আসবে। আরও বলেন, ফ্যাসিস্ট আমলে এই শিক্ষার্থী প্রতিবাদী গ্রাফিতি আকায় তার ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন চড়াও হয়। সেই সময়ে তার ছাত্রত্ব বাতিলের পাশাপাশি তার নামে মামলাও হয়। পরে হাইকোর্ট বিভাগ থেকে তার ছাত্রত্ব ফিরিতে দিতেও বলা হয়। সেটারও ব্যত্যয় ঘটানো হয়। এখানে তার কিছু সময় কেটে যায়, এতে তার কোনও দোষ নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য। ফখরুল বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। এ সময় দীর্ঘদিনের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। আরও বলেন, বিগত ১৫ বছরেও গণতন্ত্র থেকে সরেনি বিএনপি। দেশের রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে গড়ে তুলতেই ৩১ দফা ঘোষণা করা হয়েছে।
চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতালের সমর্থনকারীরা। হরতালে বন্ধ রয়েছে ১৬টি রুটের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। প্রয়োজনের তাগিদে যারা রাস্তায় বেড়িয়েছেন তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। শহরের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে দুই একটি ব্যাটারি চালিত ইজিবাইক ভ্যান রিকশা চলতে দেখা গেছে। জেলা নির্বাচন অফিস ,জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আইএসপিআর বিবৃতিতে বলেছে, বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। আরো বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা। এছাড়া বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে সেনাবাহিনী আশা করে। যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা উদাহরণ সৃষ্টি করে। প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনাও জানায় সেনাবাহিনী।
ভোরে জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছ। লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা বলেছেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে।
সোমবার সকাল দশটায় রাজনীতিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে তার মরদেহ। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময়ের জন্য তার মরদেহটি রাখা হবে। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন বদরুদ্দীন উমর। দেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনে দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তবে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর। ক্ষমতাসীনদের প্রার্থী সাবেক মহারাষ্ট্র রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে বিরোধীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। নির্বাচনের একদিন আগে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রকাশ্যে রেড্ডিকে সমর্থনের ঘোষণা দিয়েছে। ওয়াইসি লেখেন, ‘তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির অনুরোধে বিরোধী প্রার্থীকে সমর্থন করছি। কেন্দ্রবিরোধী লড়াইকে আরও শক্তিশালী করাই লক্ষ্য।‘ ইতোমধ্যে রেড্ডিকে সমর্থন দিয়েছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), আপ ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)। সংসদীয় সংখ্যার হিসাবে এনডিএর প্রার্থী এগিয়েই আছেন। তবে বিরোধীদের লক্ষ্য ফল নয়, বরং রাজনৈতিক বার্তা। ওয়াইসির মতো আঞ্চলিক নেতার সমর্থন দেখাচ্ছে যে, এনডিএ-বিরোধী মঞ্চ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।
ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে ঢাবির পক্ষ থেকে। তবে এই কার্ডে সাংবাদিকদের নাম, পদবি, প্রতিষ্ঠানের নামেও দেখা গেছে একগাদা ভুল। যা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা, সামাজিক মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। এই কার্ডগুলোতে স্বাক্ষর আছে চিফ রিটার্নিং অফিসারের। সেখানে বেশ কিছু ভুল পরিলক্ষিত হয়। ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবিতেও আছে ভুল। Staff Correspondent এর প্রথম অংশে লেখা হয়েছে Stff, অর্থাৎ বানানে a নেই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান-এর পদবিতে লেখা ছিল ‘স্যার রিপোর্টার’। এ নিয়ে চিফ রিটার্নিং ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ‘প্রায় ১২শ-১৩শ আইডি কার্ডের আবেদন জমা পড়েছিল। এত সংখ্যক আবেদন নিজেরা যাচাই করা সম্ভব হয়নি বলে পিআরও সেকশনে দেওয়া হয়। সেখানে সাধারণ কর্মচারীরা বানানগুলো ভুল করেছে। তবে অফিসে যোগাযোগ করলে এসব ভুল সংশোধন করা যাবে। ভবিষ্যতে যেন আর এ ধরনের ভুল না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আলাস্কায় অনুষ্ঠিত বৈঠক পুতিনের চাওয়া পূরণ করেছে। পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার।' তিনি বলেন, গত ১৫ আগস্টের বৈঠকে ইউক্রেনকে বাদ দেওয়ায় তিনি হতাশ। তার ভাষায়, ‘পুতিন আমার সঙ্গে দেখা করতে চান না, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সবার সামনে ছবি দেখাতে খুব আগ্রহী। আমার মনে হয়, এটা দুঃখজনক যে, ওই বৈঠকে ইউক্রেন ছিল না।’ এদিকে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ‘সঠিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন এবং মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান। জেলেনস্কি কিছু ইউরোপীয় দেশেরও সমালোচনা করেছেন যারা এখনো রাশিয়ার জ্বালানি কিনছে। জেলেনস্কি জানান, যুদ্ধ চলাকালীন তিনি রাশিয়া যেতে রাজি নন। বরং তিনি প্রস্তাব দেন, পুতিন যদি চান তবে কিয়েভে আসতে পারেন। তবে তিনি নিজেই স্বীকার করেন, রুশ প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এ সম্ভাবনা কার্যত নেই।
ফিলিস্তিনের গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘ইসরাইল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।' হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ইসরাইলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং ইসরাইল মরদেহ ফেরত চায়।
জাপানের যুবরাজ হিসাহিতো আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্কে পা রেখেছেন। চার দশকের মধ্যে তিনি রাজপরিবারের প্রথম পুরুষ সদস্য যিনি প্রাপ্তবয়স্ক হলেন। ১৯ বছর বয়সি হিসাহিতো সম্রাট নারুহিতোর ভাতিজা এবং জাপানের ক্রিস্যানথিমাম সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তার পর আর কোনো পুরুষ উত্তরসূরি না থাকায়, জোরালো হয়েছে উনবিংশ শতকের পুরুষকেন্দ্রিক উত্তরাধিকার আইনে সংস্কারের দাবি। শনিবার এক অনুষ্ঠানে সম্রাটের দূতের কাছ থেকে হিসাহিতো ঐতিহ্যবাহী ‘কানমুরি’ মুকুট গ্রহণ করেন। অনুষ্ঠানে যুবরাজ বলেন, ‘‘আজকের এই প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠানে মুকুট দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। একজন প্রাপ্তবয়স্ক রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে আমি আমার কর্তব্য পালন করব।’’ এরপর তিনি ইম্পেরিয়াল প্রাসাদে প্রাপ্তবয়স্কতার প্রতীক ঐতিহ্যবাহী পোশাক পরেন। পরে তিনি ইসে মন্দির, জাপানের প্রথম সম্রাট জিম্মুর সমাধি এবং তার প্রপিতামহ সম্রাট শোওয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক সমস্যার সমাধানে আরও মনোযোগী হতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, ‘জনগণের জীবনযাত্রা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।’ তিনি অযৌক্তিক ও নিয়ন্ত্রণহীনভাবে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে জনগণের উদ্বেগ দূর করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। খামেনি বলেন, ‘উচ্চ মনোবল, প্রেরণা ও জাতীয় ঐক্যই জাতীয় শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। জাতীয় শক্তি ও মর্যাদা বৃদ্ধি করা সরকারের প্রধান দায়িত্ব। আরো বলেন, ‘অভিশপ্ত ও ঘৃণ্য জায়নিস্ট সত্তার ভয়াবহ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন অন্য দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিতে। এ ছাড়া ইসলামি রাষ্ট্রগুলোকে ইসরাইলি সত্তার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আয়াতুল্লাহ খামেনি।
সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার এনসিপির কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান এই লিগ্যাল নোটিশ পাঠান। লিগাল নোটিশে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে। নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি নানা সময়ে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে। এ দলটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রের মূলধারা ক্ষুণ্ন করেছে এবং বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী। এর আগে, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে।
চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ ফারুক নামে এক যুবদল নেতাকে অপহরণ করে নির্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জহির উদ্দীনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহারে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে আজিজনগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক তার বাবাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতালের নিচ থেকে জহিরসহ কয়েকজন তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাসায় আটকে রেখে হত্যাচেষ্টা চালানো হয় এবং জোর করে স্বীকারোক্তি নিয়ে ইয়াবা ব্যবসায়ী সাজানোর চেষ্টা করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ফারুককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে জহির অভিযোগ অস্বীকার করেছে। আর ওসি মো. আরিফুর রহমান বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, কোনো কোনো দল আবদার করছে, পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। রুমিন বলেন, আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনো দল চায় না। কারণ, বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এদেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে তার বড় অংশই বিএনপির নেতাকর্মীদের ওপর হয়েছে। আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীদেরকেও দেয়নি। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১১৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।