ডাকসু নির্বাচনে সাংবাদিকদের কার্ডে একগাদা ভুল, সমালোচনার মুখে ঢাবি
রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সাংবাদিকদেরকে জন্য অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তবে এই কার্ডে সাংবাদিকদের নাম, পদবি, প্রতিষ্ঠানের নামেও দেখা গেছে একগাদা ভুল। যা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়।