Web Analytics

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, সাইবার অ্যাটাকের শঙ্কা সত্যি হলো। সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। পরে বিভিন্ন প্রমাণ দিয়ে আপিল করে ফিরিয়ে আনা হয়েছিল। আইডিটি ফিরে পাওয়ার পর একটি পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক থাকার কথা বলেছিলাম। এর প্রায় ঘণ্টাখানেক পর আইডিটি আবারও ডিজেবল করে দেয়া হয়। আপিল করা হয়েছে। কিন্তু নির্বাচনের আগে আইডিটি ফিরে পাব কিনা জানি না। আরও বলেন, ফেসবুক আইডি দিয়ে আমরা নির্বাচনের প্রচার চালাচ্ছিলাম। রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এই সাইবার অ্যাটাক চালিয়েছে। আবিদ বলেন, ৫ আগস্টের আগেও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। ৫ আগস্টের পর সুস্থ্ রাজনীতির চর্চা করতে গিয়ে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না ও তাদের মতপ্রকাশকে ভয় পায়। এদিকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, আগে দেশের পক্ষে কথা বললে গুম করা হতো, আর এখন সাইবার অ্যাটাক করা হচ্ছে।

08 Sep 25 1NOJOR.COM

সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে: আবিদ

নিউজ সোর্স

ঘুম থেকে উঠে দেখি ফেসবুক আইডি ডিজেবল: ভিপি প্রার্থী আবিদ

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, আগেই সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম। আজ সেই শঙ্কাই সত্যি হলো। সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে।