Web Analytics

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন-মোহাম্মদপুের এসি মেহেদী হাসান, পরিদর্শক আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম পরিদর্শনে গিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার শহরজুড়ে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। দায়িত্বশীল সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকিতে মাঠে নামানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। পরে গিয়ে দেখতে পান থানার ৪ থেকে ৫টি গাড়ি থানার ভেতরে ও সামনে রাখা আছে। ভেতরে গিয়ে ডিউটি অফিসারকে তার সিটে পাননি। তিনি খেতে গিয়েছিলেন। একইভাবে পরিদর্শক অপারেশন ও সহকারী কমিশনার দুজনই দুপুরের খাবার এবং বিশ্রামের জন্য থানায় অবস্থান করছিলেন। এ নিয়ে ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, ইন্সপেক্টর ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

Card image

উজান থেকে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদী এবং বড়াল, হুড়াসাগর, ফুলজোড়, করতোয়া ও ইছামতিসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর চরাঞ্চল ও বিলের নিম্নভূমি প্লাবিত হয়েছে, ফলে শীতকালীন সবজির চাষ ঝুঁকিতে রয়েছে। গত ছয় দিনে পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তবে বিপদসীমার নিচে রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাত্ক্ষণিক বন্যার আশঙ্কা নেই, যদিও আগামী কয়েক দিনে পানি আরও বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই মূলত অনুসরণ করছে। তবে সরকার অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। পরামর্শগুলো হলো, বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা। বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা। নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো। বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা। আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা। বাজেটের পূর্ণাঙ্গ তথ্য যেন তারা পায়, সেই ব্যবস্থা করা। নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, যেখানে প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য থাকবে। প্রাকৃতিক সম্পদ আহরণ–সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা। সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা। আরো বলা হয়েছে, আগের সরকার নির্বাহী বাজেট প্রস্তাব ও প্রণীত বাজেট অনলাইনে সাধারণ জনগণের জন্য প্রকাশ করেছে। তবে যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করেনি। বাজেটের তথ্য সাধারণভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মান অনুসারে হয়নি। সরকারের দেনার পরিমাণ কত, তা বাজেটে প্রকাশ করা যেতো।

Card image

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, যারা জুলাই আন্দোলন ও এর গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। পরবর্তীতে যারাই সরকার গঠন করবে তারা এই জুলাই আত্মত্যাগকে বুকে ধারণ করবে। উপদেষ্টা বলেন, এই গ্রাফিতি জুলাই অভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার একটি প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামক গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগে নজির স্থাপন করেছিল। আগামী প্রজন্মকে জানাতে হবে, সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে আজকে নতুন দিশা দিয়েছে। আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। একই সঙ্গে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। এর আগে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্রাফিতি পরিদর্শন শেষে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি।

Card image

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশা আল্লাহ। যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি। তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল-জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগ-কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। জনগণের সেবক হতে হবে। আরও বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কোরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ’২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন। অনেকে হাত, পা ও চক্ষু হারিয়েছেন। আমাদের সকলের ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন—এ দোয়াই করছি।

Card image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে রোববার। এর মধ্যে ক্লাশ রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ১০ নাম্বার ছাত্র হলের এক তালিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১৩৮ নাম্বার কক্ষে তিনজন ছাত্রের সঙ্গে এক ছাত্রীর নামও অন্তর্ভুক্ত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, ওই ছাত্রীকে বেগম খালেদা জিয়া হলে বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব বলেন, এটা ভুলবশত হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বলেন, ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কোনো ভুল নেই। রুম বণ্টনে হল প্রশাসনের তালিকায় অসঙ্গতি হয়েছে।

Card image

সংবাদভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। যমুনার নীতি নির্ধারকরা বলছেন, এ প্রাপ্তি আরও কাজ করার প্রেরণা যোগাবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এ অর্জন। এ বছর নানা ক্যাটাগরিতে পরবর্তী দুই বছরের জন্য ৪৯টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিল সুপারব্র্যান্ড। সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এ পুরস্কারের মূল লক্ষ্য। সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড হল একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা ‘সুপারব্র্যান্ডস’ দ্বারা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে দেওয়া হয়।

Card image

পরবর্তী ১৫ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশ্বিক বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জানিয়েছে, এআই ব্যবসায়ের খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে পারে, যার ফলে দেশগুলোর মধ্যে পণ্য ও সেবার বাণিজ্য ৩৪–৩৭% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ডব্লিউটিওর ডেপুটি ডিরেক্টর জেনারেল জোহানা হিল বলেছেন, এআই বৈশ্বিক বাণিজ্যের জন্য “উজ্জ্বল সুযোগ” হতে পারে, তবে সঠিক নীতি ছাড়া এটি অর্থনৈতিক বৈষম্য বাড়াতে পারে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছেন; মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, আখতার হোসেন এবং হুমায়ুন কবির। এ ছাড়া তিনি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন।

Card image

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ সেবা চালু থাকবে। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চলাচল করবে। প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা ৮৩৪টি আর রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।

Card image

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখব তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই ঐক্যের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। এ্যানি বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনের দিকে। সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে ঘরে ঘরে যাব। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। তিনি পরামর্শ দিয়েছেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে। জেনারেশনের কাছে পৌঁছতে হবে। বিশেষ করে আমাদের মা-বোন যারা বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে, সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেটসহ ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে আমরা এই দলকে একত্রিত করব, একত্রিত রাখব। আরও বলেন, আজকে সবাই একমঞ্চে। আমরা একমঞ্চে মিলিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই। কোনো মতভেদ নাই।

Card image

শনিবার বিকালে পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। রাবি উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর আগে, উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে শিক্ষার্থীরা তালা দেন। দুপুরে বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসেন উপ-উপাচার্য মাঈন এবং প্রক্টর মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসে। জুবেরী ভবনের বারান্দায় আসলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উপ-উপাচার্য জুবেরী ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন। এদিকে, হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

Card image

বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচারী সরকার গত ১৫ বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে। রাজনীতি তখনই মানুষের জীবনে আবেদন রাখবে যখন তা জীবনধারার উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি বলেন, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে ১০০টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। পদ্মা ব্রিজ তৈরি করতে গিয়ে সরকার বেশিরভাগ টাকা লুটপাট করে ভাগ করে নিয়েছে। আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হলেও, কেউ কখনোই তাঁকে দুর্নীতিবাজ বা অসৎ প্রমাণ করতে পারেনি। বাংলাদেশকে উন্নত করতে হলে সমাজ থেকে দুর্নীতি দূর করা অপরিহার্য।

Card image

বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। মূলত, বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর। যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান দেবেন না।

Card image

ব্যক্তি স্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সচেতন থাকা এবং যেকোন মূল্যে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বলেছেন, অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে বসে থাকা যাবে না। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। আরও বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছে, যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। আমাদের যেকোনও মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনও বিকল্প নেই।

Card image

সাতক্ষীরার বিনেরপোতায় পাওয়ার গ্রীড T-3 ট্রান্সফরমারে আগ্নিকাণ্ডের ঘটনায় দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গোটা জেলা। শনিবার ১১টার পর এ ঘটনা ঘটে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়েব হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে গোটা জেলা দুই ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। দুই একটি জায়গায় বাকি থাকলে সেটিও অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে।

Card image

চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই কম্পিউটিং ক্লাস্টার তৈরি করার লক্ষ্য নিয়েছে। যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণের কারণে প্রতিষ্ঠানটি তুলনামূলক কম শক্তির দেশীয় সেমিকন্ডাক্টরের ওপর নির্ভর করছে। শাংহাই সম্মেলনে হুয়াওয়ে জানিয়েছে অ্যাটলাস ৯৫০ ও ৯৬০ সুপারপড ২০২৬ এবং ২০২৭ সালে আসবে, যা একত্রে সুপারক্লাস্টারে পরিণত হয়ে উন্নত এআই মডেল চালাতে সক্ষম হবে। বিশ্লেষকরা এটিকে স্বনির্ভরতার বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। অ্যাসেন্ড ৯৫০, ৯৬০ ও সম্ভাব্য ৯৭০ চিপগুলো এ প্রকল্পকে শক্তিশালী করবে।

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায়ভার এনসিপিকে দেয়া হয়। তিনি বলেন, গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে; তারা আরও শক্তিসঞ্চার করবে। মিডিয়া, মিলিটারির যে অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। আরো বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে। গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।

Card image

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন। ব্রাক্ষণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চায় না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে। ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনও অনুন্নত জেলা। এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকেও এগিয়ে আসতে হবে। জেলা সমিতিগুলোকে ব্যক্তি কেন্দ্রীক না হয়ে কালেকটিভ স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নিজেদের লোকদের মাঝে মারামারি বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সচেতন হতে হবে।

Card image

পানামা খালে পানির অভাবের মধ্যে মেক্সিকোর ইসথমাস অব তেহুয়ানতেপেক সংলগ্ন রেল করিডরকে এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পণ্যের দ্রুত পরিবহনের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার হুন্দাই রুট ব্যবহার করেছে, আর বড় মার্কিন অটোমেকারও আগ্রহ প্রকাশ করেছে। সরকার বন্দর ও রেল লাইনের সম্প্রসারণে ৫৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই রুট ব্যবহার করলে যুক্তরাষ্ট্রে পৌঁছার সময় পানামা বা কানাডার রুটের তুলনায় অনেক কম হয়, যা দক্ষিণ মেক্সিকোর লজিস্টিক সম্ভাবনাকে বাড়াচ্ছে।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।