কম শক্তির চিপ দিয়েই শীর্ষ টেক জায়ান্টদের পেছনে ফেলতে চায় হুয়াওয়ে
আগামী দুই বছরে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিং ক্লাস্টার আনার লক্ষ্য নিয়েছে চীনের হুয়াওয়ে টেকনোলজিস। যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণের কারণে তুলনামূলক কম শক্তিশালী দেশীয় সেমিকন্ডাক্টরের ওপর নির্ভর করেই এ লক্ষ্যে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। সাংহাইয়ে গত সপ্তাহে হুয়াওয়ের বার্ষিক গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে অ্যাটলাস ৯৫০ ও অ্যাটলাস ৯৬০ ‘সুপারপড’ উন্মোচনের সময়সূচি জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাটলাস ৯৫০ আসবে ২০২৬ সালের শেষ দিকে। আর অ্যাটলাস ৯৬০ আসবে ২০২৭ সালের শেষ দিকে। একাধিক ‘সুপারপড’ যুক্ত হয়ে ‘সুপারক্লাস্টার’ তৈরি হবে। ফলে এটি দিয়ে এআই মডেল চালানো সম্ভব হবে। খবর এপি।