এশিয়া থেকে যুক্তরাষ্ট্রমুখী বাণিজ্য পানামা খালের বিকল্প হতে প্রস্তুত মেক্সিকোর রেল রুট
পানামা খালে পানি সংকটের মাঝে এশিয়া থেকে যুক্তরাষ্ট্রমুখী বাণিজ্যে নতুন বিকল্প হওয়ার দৌড়ে যুক্ত হয়েছে মেক্সিকো। প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরকে সংযুক্তকারী দেশটির একটি রেল করিডর এরই মধ্যে আলোচনায় এসেছে। রেল অপারেটরদের দাবি, মেক্সিকোর দক্ষিণ অংশে অবস্থিত এ সংক্ষিপ্ত রুট ব্যবহার করলে যুক্তরাষ্ট্রে পণ্য পৌঁছতে পানামা খাল বা কানাডার রুটের তুলনায় অনেক কম সময় লাগে। খবর নিক্কেই এশিয়া।