জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টার দিকে তিনি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আছেন– বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্ত ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের নিবন্ধন করতে নাগরিকের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করণে ইসি সময়সূচি নির্ধারণ করেছে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক প্রেরণের শেষ তারিখ ২৫ অক্টোবর। খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ১৬ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর।’
সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নেতারা হলেন- পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ খান। জাহিদ খান সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। পিপি আশিক উদ্দিন জানান, ওই চারজন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে সোমবার আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ১৪ জুন সকালে জাফলং এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুহাম্মদ ফাওজুল কবির খান ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। এ ঘটনায় করা মামলায় ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন ট্রাফিক ডাইভারশন থাকবে। আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এ সময়ে প্রয়োজন অনুযায়ী কখনো ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা কখনো ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে। আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
গণঅভ্যুত্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজান আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশিদ। ওই মামলার এজাহারভুক্ত আসামি শফিকুল। আরও জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি হামলায় অংশ নেয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাছাই-বাছাই করা হচ্ছে। এরপর তাকে আদালতে তোলা হবে।
এনবিআর জানিয়েছে, ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে মোট আদায়ের পরিমাণ ২৭,১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩,০৮৯.৩৭ কোটি টাকা। চলতি বছর আগস্ট গত বছর একই সময়ের তুলনায় ৪,০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ। গত জুলাই-আগস্ট দু’মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫,০০৫ দশমিক ১৬ কোটি টাকা। অর্থাৎ এ বছরের জুলাই-আগস্ট রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে গত আগস্ট মাসের প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ১৭ শতাংশ। ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭,৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট ২০২৪ মাসে এই খাতে আদায় ছিল ৮,০০৭ দশমিক ৬২ কোটি টাকা।
জিওপি নেতা রাশেদ খান লিখেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া ভেস্তে দেওয়ার প্রচেষ্টাও থেমে নেই। তারুণ্য ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে। এই উপলব্ধিবোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে থাকা উচিত। প্রণয় হয় উভয় পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়ার ভিত্তিতে। এরপর একে অন্যকে ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ককে এগিয়ে নিতে হয়। তিনি লেখেন, দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হতে চলেছে, এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব এনসিপি ও গণঅধিকার পরিষদ উভয় দলের নেতাকর্মীদের। সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষের স্বপ্ন। এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রচেষ্টা ছিল। নতুনভাবে সেটি আবার আলোচনায়। এবার বাস্তবায়ন না হলে জনগণ আমাদের সব পক্ষকে ধোঁকাবাজ মনে করবে। ন্যায্য ও সাম্যতার ভিত্তিতে একীভূত হওয়ার বিষয়ে গণঅধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে। এ ক্ষেত্রে দল ও অঙ্গসংগঠনের সবাইকে মন্তব্য করার বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেন রাশেদ।
বিএনপি নেতা খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কুমিল্লা জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। মোশাররফ বলেন, কুমিল্লা তো বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না। একই সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি আদায়ে কুমিল্লার সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কাছে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব। প্রয়োজনে আন্দোলন হবে।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। দেশটি বলছে, এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ এবং প্রাণহানির মতো ঘটনা বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অভিবাসনের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে।
চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, আমাদের তিনটা প্রজেক্ট এখনো এলজিআরডি মিনিস্ট্রিতে আছে। অ্যাডভাইজার সাহেব যখন দেখেন যে এটা একটা প্রজেক্ট, উনি ফাইলটা আর মিনিস্ট্রিতে রাখেন না, ঘরে নিয়ে যান। মিনিস্ট্রি থেকে ফাইল গায়েব হয়ে যায়। এই ইউকের প্রজেক্টটা আমি আর করতে পারিনি। জাপান ‘অ্যাজ ওয়েল অ্যাজ’ কোরিয়ার প্রজেক্টও। এটা শুধু চট্টগ্রাম সিটির ব্যর্থতা নয়, এটা রাষ্ট্রের ও সরকারের ব্যর্থতা। চারশ কোটি টাকার আমার যে ইন্সট্রুমেন্টের প্রজেক্ট, সেটা ফিন্যান্স মিনিস্ট্রিতে গিয়ে হয়ে গেল ২৯৮ কোটি টাকা। কেটে দিয়ে সেখানে বলে দিল, আমাদের ১৬০ কোটি টাকা ঋণ দেওয়া হবে ৫ শতাংশ সুদে। প্রত্যেক মন্ত্রণালয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টাকে বলেছি। আমি কোথায় যাব? আরও বলেন, ‘আমি ফেইল করলাম মানে রাষ্ট্র ফেইল করল। একদম স্ট্রেইট ফেইল করল। এখানে যে উপদেষ্টাকে পাঠানো হল, মুহাম্মদ ফাওজুল কবির খান, আমি উনার সঙ্গে অনেকবার কথা বলেছি। অনুরোধ করলাম। সবশেষে তিনি বললেন, প্রথমে জলাবদ্ধতার সমস্যা সমাধান হয়ে যাক, তারপর আপনি সেটা পাবেন। আমার ৫০-৬০ শতাংশ জলাবদ্ধতার সমস্যা ইতিমধ্যে সমাধান হয়েছে। এখনো আমি সেটা পাচ্ছি না। একই সময় ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ‘আমরা সব মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রির সঙ্গে মারামারি করি। আমরা চাইলে বাজেটটা পাই না। যেই বাজেটটা পাওয়া গেছে, যেহেতু মূল্যস্ফীতি ১০ শতাংশ, আপনাকে যদি ৫ শতাংশ দিয়ে থাকে তাহলে আপনি প্লিজ এই ফান্ডটা নিবেন এবং চট্টগ্রামের মানুষকে বঞ্চিত না করে এই ফান্ডটা দিয়ে কাজ শুরু করবেন।’
যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চলাচল শুরু আরও আধা ঘণ্টা আগে এবং রাতে শেষ ট্রেন ছাড়বে আধঘণ্টা দেরিতে। এ ছাড়া এখন দুই ট্রেনের মধ্যে বিরতি আরও দুই মিনিট কমে যাবে। অর্থাৎ সোয়া ৪ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। বর্তমানে ব্যস্ত সময়ে সর্বনিম্ন ছয় মিনিট পরপর ট্রেন চলাচল করে। তবে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে আরও কিছুদিন পর। পরীক্ষামূলকভাবে চলার সময়ও সকাল ও রাতের বাড়তি সময়ে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রী পরিবহণ করা হবে; অর্থাৎ খালি ট্রেন চালানো হবে না। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। তবে নতুন সূচি চালু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় ও শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। নতুন ব্যবস্থা কার্যকর হলে মেট্রোরেলের সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের কাছাকাছি পৌঁছে যাবে।
যশোরের বাগআঁচড়ায় একটি পেট্রোল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ওই নেতা হলেন—ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এক বিবৃতিতে বলা হয়েছে, দখলদারিত্বের চেষ্টায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায়ভার দল কখনও নেয় না। তাই বিএনপিকে জড়িয়ে যারা ব্যক্তিগত অপরাধের দায় গণমাধ্যমে প্রকাশ করে, তাদের মধ্যে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে আমরা মনে করি। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই। সুনির্দিষ্ট অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করেন বহিষ্কৃত বিএনপি নেতা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। দগ্ধদের দেখতে এসে তিনি বলেন, কেমিক্যাল গোডাউনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের একজন ওয়্যারহাউস অফিসারসহ চারজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। উল্লেখ্য, সোমবার বিকেলে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলার ৩৮২টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তারেক রহমানের শুভেচ্ছা স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১৫০ আসনে এনসিপি জয়ী হবে। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সিইসির সাথে এনসিপির বৈঠকের পর পাটওয়ারী বলেন, দলীয় প্রতীক হিসেবে শাপলার বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না। শাপলা না দিলে কীভাবে আদায় করে নিতে হয়, তা আমরা জানি। আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা দিতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। তিনি বলেন– ধর্মভিত্তিক ব্লক, বিএনপি ব্লকের বাইরে আমাদের নেতৃত্বে আলাদা ব্লক হবে। গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে, দল গঠন করেছে, যতগুলো ব্যানার আছে, সবগুলো দল একীভূত হবে। একীভূত হওয়ার পর দলের নাম এনসিপিই থাকবে, প্রতীকও থাকবে এনসিপিরই। তবে কী প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আরও বলেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালটের। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নাম থাকবে না। আগামীর নির্বাচন হবে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন।
জিওপি নেতা আবু হানিফ বলেন, এনসিপির অধিকাংশ নেতা জিওপি সভাপতি নুরুল হক নুরের শিষ্য। রাজনৈতিক অভিজ্ঞতা ও সামগ্রিক বাস্তবতায় দুই দলের ঐক্য হলে নুরুল হক নুরের নেতৃত্বেই হওয়া উচিত। গণঅভ্যুত্থানের পর গত এক বছরে দলীয় নেতা-কর্মীদের নামে কোনো চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ নেই বরং ক্লিন ইমেজের কারণে তরুণদের প্রতিনিধিত্বকারী দলটি এই মুহুর্তে সবচেয়ে সম্ভাবনাময়ী দল। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা কোনো দলে যোগ দেবে না। বাংলাদেশে ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে জন্ম নেওয়া দল গণঅধিকার পরিষদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের তরুণ নেতৃত্ব থেকে গড়ে ওঠে এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এর আগে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে তরুণরা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন করেছে। হানিফ বলেন, এনসিপির নেতাকর্মীদের রাজনৈতিক চিন্তাভাবনা গণঅধিকার পরিষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। তাই দুই দলের ঐক্য নিয়ে আলোচনা চলছে। ঐক্যের অর্থ এই নয় যে, নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে আরেক দলে যোগ দেওয়া হবে।
জামায়াত নেতা আবদুল হালিম বলেছেন, নির্বাচনের রায় মানতে পিছপা হলে হবে না। সুষ্ঠু নির্বাচন হলেও বিকালে ভোট বর্জন করতে দেখা যায়। ডাকসুতে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। দল, মত এবং ধর্ম নির্বিশেষে সব ছাত্র-ছাত্রীরা দুটি বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে। অথচ নির্বাচনের ফল মানেনি কেউ কেউ। হালিম বলেন, জুলাই সনদ এটা কোনো একক দলের দাবি নয়। এখানে বিএনপি, জামায়াত, এনসিপি নয় শুধু, সবারই। তরুণ ছাত্রছাত্রী, কৃষক এবং শ্রমজীবী মানুষ, যারা জীবন দিয়েছে, তাদের এ রক্তের আইনি স্বীকৃতি দিতে হবে। এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। আরো বলেন, ১৯৯১ সাল কেয়ারটেকারের সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় এসেছে। ১৭৩ দিন হরতাল করার পরে এটা সংবিধানে যুক্ত হয়ে গেছে। আবার আওয়ামী লীগ করল কি, এই কেয়ারটেকার মাধ্যমে ২০০৮-এ ক্ষমতায় আসলো। আসার পরে ২০১১ সালে এটারে কবর দিয়েছে। সেজন্য আমরা বলি যে, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে আপনারা পারবেন— এটাই এদেশের জনগণ মানবে না। তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত, কিন্তু জুলাই সনদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন মানব না।
ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে ‘জয় শ্রী রাম’ না বলায় একজন ইমামকে হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হতে হয়েছে। ভুক্তভোগী ওই ইমামের অভিযোগ, জোর করে তাকে ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল। তবে, পুলিশ দাবি করছে, ঘটনাটি সাম্প্রদায়িক নয়; সাধারণ মারধরের। সিয়াসাত ডেইলি বলছে, ইমাম মুস্তাকিমকে দাড়ি ও টুপি পরার কারণে টার্গেট করা হয়। সে সময় তিনি সাইকেলে ছিলেন। এর আগে কিছু বাচ্চা এবং জিশান নামে এক ব্যক্তির মধ্যে ঝগড়ার জেরে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আহত দুই পক্ষকে হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভোগী ইমাম বলেছেন, কয়েকদিন ধরে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল। ওইদিন তারা আমার সাইকেল থামিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বলে। আমি রাজি না হলে লাঠি দিয়ে প্রায় আধঘণ্টা থেকে দুই ঘণ্টা ধরে আমাকে পেটায়। উঠতে দেয়নি, বরং বলেছিল, ‘এখানেই কবর দিয়ে দাও’।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার কাছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “সুন্দর স্মৃতি” আছে এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার করলে তিনি সংলাপের জন্য প্রস্তুত। কিম আগে ট্রাম্পের সঙ্গে তিনবার দেখা করেছেন, কিন্তু ২০১৯ সালে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত দ্বন্দ্বের কারণে আলোচনা ভেঙে যায়। কিম বলেন, যুক্তরাষ্ট্র বাস্তবতা স্বীকার করলে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। নতুন সিউল সরকার ট্রাম্পের সঙ্গে সংলাপ পুনরায় চালু করার আহ্বান জানাচ্ছে।
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালসহ কয়েকটি পশ্চিমা দেশ ২১ সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেছে, যা বৈদেশিক নীতিতে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েল এই পদক্ষেপকে নিন্দা করেছে, আর যুক্তরাষ্ট্র এটিকে ‘লোক দেখানো’ হিসেবে অভিহিত করেছে, এবং বন্দিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি-সমৃদ্ধিকেই অগ্রাধিকার বলেছে। গাজায় ফিলিস্তিনিরা এটি ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছে। নেতানিয়াহু জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা অস্বীকার করেছেন। অন্যান্য দেশগুলো আসন্ন জাতিসংঘ সাধারণ সভায় স্বীকৃতি দিতে পারে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১০৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।