Web Analytics

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১৫০ আসনে এনসিপি জয়ী হবে। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সিইসির সাথে এনসিপির বৈঠকের পর পাটওয়ারী বলেন, দলীয় প্রতীক হিসেবে শাপলার বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না। শাপলা না দিলে কীভাবে আদায় করে নিতে হয়, তা আমরা জানি। আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা দিতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। তিনি বলেন– ধর্মভিত্তিক ব্লক, বিএনপি ব্লকের বাইরে আমাদের নেতৃত্বে আলাদা ব্লক হবে। গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে, দল গঠন করেছে, যতগুলো ব্যানার আছে, সবগুলো দল একীভূত হবে। একীভূত হওয়ার পর দলের নাম এনসিপিই থাকবে, প্রতীকও থাকবে এনসিপিরই। তবে কী প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আরও বলেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালটের। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নাম থাকবে না। আগামীর নির্বাচন হবে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন।

Card image

নিউজ সোর্স

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।