ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আগামী দিনে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকেই হযরত ওমর (রা.)-এর উত্তরসূরি বের হয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ। সোমবার দুপুরে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর উদ্যোগে আয়োজিত আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আফতাবনগরে এ ঘটনা ঘটেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। জানা গেছে বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে তার ওপর হামলা চালায়। ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন আলমের স্ত্রী রিয়া মনি।
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা বলেছেন, এখানে মূলত জামায়াতের আয়োজনে সিরাতুন্নবী উপলক্ষে রাসুলের জীবনী নিয়ে আলোচনা করেছি। জামায়াতে ইসলামী যে রাসুল (সা.)-এর আদর্শ মেনে রাজনীতি করে সেটা বলার চেষ্টা করেছি। কয়েকটি ইসলামি জলসায় ব্যতিক্রমী বক্তব্য রেখে সমালোচিত হওয়ার বিষয়ে দলীয় কোনো চাপে আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় চাপ বলতে- দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলতে হবে। কথা বলতে গেলে ‘দেড়-দুই ঘণ্টার মধ্যে স্লিপ অব টাং হয়ে যায়’ সেদিকেও আমি এখন থেকে সতর্ক থাকব।
রোহিঙ্গা জনগোষ্ঠী ও আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয়দের জন্য মৌলিক অবকাঠামো এবং জরুরি সেবার জন্য ৫৮.৬ মিলিয়ন ডলারের এডিএফ অনুদান এবং ২৮.১ মিলিয়ন ডলারের স্বল্পসুদে একটি ঋণের চুক্তি স্বাক্ষর করেছে এডিবি ও বাংলাদেশ সরকার। এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, শরণার্থী শিবিরগুলোর বাসিন্দা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি বৃদ্ধি করছি। নতুন এই অনুদান জরুরি সহায়তা প্রকল্পের অধীনে আমাদের পূর্ববর্তী সহায়তা ও এর অতিরিক্ত অর্থায়নের ওপর ভিত্তি করে ব্যবস্থা করা হয়েছে। ২০১৮ সাল থেকে এডিবি বাস্তুচ্যুত ব্যক্তি ও স্থানীয় সম্প্রদায়- উভয়ের সুবিধার্থে মোট ১৭১.৪ মিলিয়ন ডলার অনুদান এবং ঋণ প্রদান করেছে। পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য, সড়ক ও সেতু, ড্রেনেজ ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ এবং দুর্যোগ সহনশীলতা উন্নত ও সম্প্রসারিত করা হবে। প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে সোলার-পাওয়ারড স্ট্রিটলাইট স্থাপন বা প্রতিস্থাপন, ভাসানচরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন এবং রান্নার জন্য বায়োগ্যাস উৎপাদনকে সমৃদ্ধ করা হবে। কক্সবাজার ও ভাসানচরে প্রাকৃতিক সমাধানে ড্রেনেজ খাল পুনঃস্থাপন করা হবে এবং নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সুবিধা বাড়াতে খাদ্য বিতরণ কেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য হাতিয়ায় বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে এবং কক্সবাজারের ৯টি উপজেলায় মিনিপাইপড পানি সরবরাহ ব্যবস্থা চালু করবে।
বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংসদে মেজরিটি পেতে হবে, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। খোকন বলেন, ২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চাচ্ছে। তিনি বলেন, আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যেন ভোটাররা বিপুল ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করতে পারে।
‘জামায়াত ক্ষমতায় আসলে ভারত যদি বাংলাদেশে ঢুকে, তাহলে তাদের বিরুদ্ধে ৫০ লাখ যুবক স্বাধীনতার যুদ্ধ করবে', এরকম বক্তব্য দিয়েছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের বিরুদ্ধে জামায়াত নেতার এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী। তিনি বলেন, ‘জামায়াতের এক নেতার বক্তব্যে মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে— পার্শ্ববর্তী দেশ (ভারত) আমাদের আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে— এই কথাগুলো কেন আসছে? এটা কি কোনো পাতানো বিষয়? হ্যাঁ, আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে— পানি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। এসব বিষয় আলোচনার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করা যেতে পারে। কিন্তু আক্রমণের আশঙ্কা কেন ছড়ানো হচ্ছে? এটাও মানুষকে ভাবাচ্ছে যে, বিষয়টি কি পরিকল্পিত? এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী।’ রিজভী বলেন, ‘আমরা একসময় একটি ফ্যাসিবাদের পতন দেখেছি। কিন্তু আজ আবারও নতুন করে মাটির ভেতর থেকে, পাতাল থেকে, আরেকটি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কিনা— সেটি আজ মানুষের মনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কিছু কিছু কর্মকাণ্ড সে আশঙ্কাকে উসকে দিচ্ছে। জামায়াত নেতার ভারতের সঙ্গে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা- তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। জামায়াত একটি ভয়ংকর নীলনকশার মধ্যে রয়েছে। এটা রাষ্ট্রবিরোধী কথা। দেশের স্বার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। এরপরই অসিফ লিখেছেন, ‘You know who.’ যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it. মূলত, ক্ষমতাচ্যুত হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি।
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের রোডম্যাপ বানচালের চেষ্টা করছে পিআরের নামে জামায়াতসহ কয়েকটি দল। ১৬ বছর পর যখন হাসিনা পালিয়ে গেল, আবার সেই ফ্যাসিস্টের জন্ম নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, এখন তারাই ভারতের এজেন্ডা বাস্তবায়নে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ঢাকায় মিছিল করছে। এ দেশের মানুষ কোনো পিআর বোঝে না, জনগণ বুক উঁচু করে ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত নির্বাচনে ভোট দেবে। কোনো পিআর মনোনীত পার্টি প্রধানকে ভোট দেবে না। ভোট দেবে ধানের শীষ, দাড়িপাল্লায়। তিনি বলেন, আপনারা তো আমাদের বন্ধু ছিলেন, বেগম খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছে। দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন। ১৬ বছর ধরে লন্ডন থেকে তারেক রহমান যে দলটিকে টিকিয়ে রেখে এ দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলেছেন, ঠিক সে সময় জামায়াতসহ কয়েকটি দল পিআরের নামে দেশে নির্বাচন বাতিলের শঙ্কা তৈরি করছে। ফারুক বলেন, ড. মুহাম্মদ ইউনূস যদি নির্বাচন করতে না পারেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যত কী হবে, একমাত্র আল্লাহ জানেন। আসুন সবাই মিলে দেশ গড়ি। ৫৫ বছরে তো কিছুই পাইনি।
এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, এনসিপি এমন একটি বাংলাদেশ চায়, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য। তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সারজিস বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে। আরও বলেন, এনসিপি চায় বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক—যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে দল সব সময় কাজ করবে। এ ছাড়াও মন্দিরগুলোয় আর্থিক সহায়তা প্রদান করেন সারজিস আলম।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়। তারা বিভ্রান্তি সৃষ্টি করে এই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করারও চেষ্টা করছে। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। কিন্তু যেই নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, তারপর থেকে কোন কোন মহল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা এমন প্রচেষ্টা করবে, তাদেরকে জনগণ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। আরও বলেন, বিএনপি কখনো চায়নি রাজনীতিকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হোক। এমনকি সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় নেই। স্বাধীনভাবে নাগরিক হিসেবে যার যার ধর্মকর্ম পালন করবো। নিরাপত্তার সাথে উপাসনার এবং প্রচারের কার্যকর প্রয়োগ আমরা নিশ্চিত করব। সালাহউদ্দিন বলেন, একটি দল রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এই চর্চা থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। বিএনপির নীতি হলো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার।
এবার আগামী নভেম্বর মাস থেকে টিসিবির বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে আরও পাচঁ পণ্য। সেগুলো হলো- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তূকি দিয়ে থাকে। এবার টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দিবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে। এসময় আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহবান জানান বাণিজ্য উপদেষ্টা। প্রসঙ্গত, টিসিবির বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি।
জামায়াতে ইসলামী প্রকাশের একদিন পরই আলোচিত নতুন সেই লোগোটি সরিয়ে ফেলেছে। শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে বসানো লোগোটি সোমবার সরানো হয়েছে। এর আগে রোববার স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সোমবার জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি। নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা লাল-সবুজের জাতীয় পতাকার আদলে তৈরি করা হচ্ছে। সেখানে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান লাল রংয়ের সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। চারপাশের ব্যাকগ্রাউন্ড সবুজ। আর দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা বাংলা ও আরবিতেও লেখা আছে। আগের লোগোতে গম্বুজের মধ্যে আল্লাহ শব্দ এবং তার মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল আকিমুদ দ্বীন (দ্বীন কায়েম কর)।
ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা বলেন, পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিলতার সমাধান হবে। তবে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে। মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে ভার্মা বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। এর আগে, কুমুদিনী হোমসের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কর্তৃপক্ষ হাইকমিশনারকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
শতাধিক দেশে ওষুধ রফতানি করে বাংলাদেশ। তবে, কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি রফতানির অঙ্ক। গেলো অর্থবছরে রফতানি হয় ২১ কোটি ডলারের ওষুধ। তার মধ্যে যুক্তরাষ্ট্রে রফতানির পরিমাণ মাত্র ২ কোটি ডলার। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানিতে শতভাগ শুল্কের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে বাংলাদেশের বাজার সম্প্রসারণে আসতে পারে নিয়ন্ত্রণ। ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বললেন, আমাদের মতো দেশের ক্ষেত্রে প্রতিযোগিতা কমে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা তৈরি হবে। যেমন, ভারত পণ্য রফতানিতে যদি বাধার সম্মুখীন হয়, আবার সেই শিল্প যদি ওদের ওখানে থাকে, তাহলে তারা তা আমেরিকায় না করেও বাংলাদেশে করতে পারে। ভারত ও চীন যতটা ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ততটা হবে না এই মুহূর্তে। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অল্প পরিমাণে হলেও মার্কিন বাজারে যে সমস্ত পণ্যগুলো আমরা রফতানি করছি, সেই পণ্যগুলোর ক্ষেত্রে উচ্চশুল্ক যেহেতু ভোক্তার ওপরে বাড়তি চাপ তৈরি করবে, তাতে এই পণ্যগুলোর রফতানি সেখানে এক ধরনের নেতিবাচক চাপ ফেলবে। এই ধরনের উচ্চশুল্কের কারণে মার্কিন বাজারে যদি চীন বা ভারতের মতো সরবারহকরা যদি পণ্য রফতানি কমিয়ে দেন, তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রফতানি করতে চেষ্টা করবেন। সেখানে তখন একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। বাংলাদেশ মূলত জেনেরিক ওষুধ উৎপাদন করে, যার চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। ট্রাম্পের শুল্কের কারণে বেশি বেকায়দায় পড়বে চীন ও ভারত।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। সভায় কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, পাহাড়ি-বাঙালি সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বাঘাইছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই সবাই মিলেই বাঘাইছড়ির সম্প্রীতি বজায় রাখতে হবে। কোনো প্রকার গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। মত বিনিময় সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে নানা ধরণের তেলেসমাতি করে। যারা দেশ থেকে টাকা পাচার করেছে তারা অনেক দক্ষ। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সবই যে ভালো তা বলা যাবে না। তবে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে এখন উন্নত হয়েছে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকতার মানোন্নয়নে আরও দক্ষতার প্রয়োজন আছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হতে হবে। পরে ইআরএফ ইনস্টিটিউট-এর নামফলক উন্মোচন করেন অর্থ উপদেষ্টা।
সিইসির সাথে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে। কুক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। অপরদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক করেছেন ইইউ এর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ ও নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান সাক্ষাৎ করেছেন। ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে তিনি আলেফ হোল্ডিং-এর বোর্ড চেয়ারম্যান। অধ্যাপক ইউনূস বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান। ইমরান খান বলেন, দারিদ্র্য দূরীকরণে ইউনূসের আজীবন মিশন তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং এখনই মাতৃভূমিতে বিনিয়োগের উপযুক্ত সময়। তিনি জানান, আমি আপনার কাজের একজন বড় ভক্ত। আপনি আমাদের জাতীয় গর্ব।’ আরো বলেন, ‘বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট। এখানে ফিনটেক খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা বিপুল। তরুণ জনগোষ্ঠী বিশাল এবং সুযোগ সীমাহীন।’ অধ্যাপক ইউনূস ইমরান খানকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, জবাবে ইমরান খান আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানান। ইউনূস বলেন, ‘বাংলাদেশের তরুণদের জন্য আপনার মতো রোল মডেল প্রয়োজন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতি তাঁদের মোট বিনিয়োগের এক শতাংশ সামাজিক ব্যবসায় ব্যয় করার অথবা সমমনাদের অংশগ্রহণে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব দেন। ইমরান খান এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এতে ভবিষ্যতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)। বৈঠকে পুসাব নেতারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনার দিক তুলে ধরেন। আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা, উচ্চশিক্ষায় উন্নয়ন, সরকারের সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৫ দফা সংস্কার প্রস্তাবনা সম্বলিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ’ শিক্ষা উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। পুসাব নেতারা মনে করেন, সরকারের কার্যকর সহযোগিতা ও একটি সংস্কার কমিশন গঠন করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সক্ষম হবে।
জুলাই গণঅভ্যুত্থান দমানোর জন্য মোবাইল ফোনে অসংখ্য নির্দেশনা শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট যখন ভারতে পালিয়ে যান তিনি, তখন ঢাকায় তার সেই সব কলরেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানান, লোক পাঠিয়ে সেদিন সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে মুছে দেয়া হয় শেখ হাসিনার ৪টি নাম্বারের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে।একই সঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও। জানা গেছে, জুলাই আন্দোলনের সময় মোট চারটি ফোন নাম্বারে কথা বলতেন শেখ হাসিনা। যদিও এসব ফোনের মালিকানার তথ্য মুছে ফেলা হয় ৫ আগস্ট সন্ধ্যায়।
গত ২৪ ঘন্টায় একনজরে ১০৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।