ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে করে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু হয়। দু’পাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গার মানুষের স্বার্থ ও ইতিহাস উপেক্ষা করে ২টি ইউনিয়ন ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানা তারা। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে ভাঙ্গার ইউএনও মো. মিজানুর রহমান বলেন, আন্দোলনকারীদের দাবির বিষয়ে ডিসির সাথে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, দ্রুতই দাবিগুলো নিয়ে ঊর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।