ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে করে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু হয়। দু’পাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গার মানুষের স্বার্থ ও ইতিহাস উপেক্ষা করে ২টি ইউনিয়ন ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানা তারা। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে ভাঙ্গার ইউএনও মো. মিজানুর রহমান বলেন, আন্দোলনকারীদের দাবির বিষয়ে ডিসির সাথে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, দ্রুতই দাবিগুলো নিয়ে ঊর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবেন।