আসন বিন্যাসের প্রতিবাদ: মহাসড়ক অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে ওই এলাকার মানুষ। প্রতিবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছে স্থানীয়রা। এতে করে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।