বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৯৮ পদ শূন্য, অস্ত্রোপচার বন্ধ ৩ বছর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র জনবল সংকটে ভুগছে। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীসহ হাসপাতালটির ৯৮ পদ ফাঁকা পড়ে রয়েছে। পাশাপাশি আধুনিক সব সরঞ্জামসহ সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষ থাকলেও হাসপাতালটিতে দীর্ঘ তিন বছর ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। চিকিৎসক ও জ্বালানি সংকটের জেরেই হাসপাতালটিতে অস্ত্রোপচার করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।