লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ ৯৮টি পদ শূন্য রয়েছে, ফলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে অস্ত্রোপচার কক্ষ বন্ধ রয়েছে জনবল ও জেনারেটর সংকটে। প্রায় ৪ লাখ মানুষ উচ্চমূল্যে বেসরকারি সেবা নিতে বাধ্য হচ্ছেন। সংকটের তথ্য প্রতি মাসে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো অগ্রগতি নেই। ৩১টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র ১৮ জন চিকিৎসক কর্মরত, কোনো বিশেষজ্ঞ নেই।