লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ ৯৮টি পদ শূন্য রয়েছে, ফলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে অস্ত্রোপচার কক্ষ বন্ধ রয়েছে জনবল ও জেনারেটর সংকটে। প্রায় ৪ লাখ মানুষ উচ্চমূল্যে বেসরকারি সেবা নিতে বাধ্য হচ্ছেন। সংকটের তথ্য প্রতি মাসে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো অগ্রগতি নেই। ৩১টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র ১৮ জন চিকিৎসক কর্মরত, কোনো বিশেষজ্ঞ নেই।
লক্ষ্মীপুরের রায়পুর হাসপাতালে তিন বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, সংকট চরমে