খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতকেও জবাবদিহি করতে হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। বিবিসির রিপোর্টে উঠে এসেছে- শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। এজন্য ভারতকেও জবাবদিহি করতে হবে।