এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। বিবিসির রিপোর্টে উঠে এসেছে- শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। তিনি বলেন, ভারতকেও এ ঘটনার জন্য জবাবদিহি করতে হবে এবং বাংলাদেশ-ভারতের সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশই কেবল ভারতের ওপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল। নাহিদ ইসলাম চুয়াডাঙ্গায় বলেন, দেশে এখনও স্বৈরাচারী আমলের মতো চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারি চলছে, তাই জনগণকে ভয়ের বদলে সাহসী হয়ে রাজপথে নামতে হবে এবং নতুন করে স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বাংলাদেশই কেবল ভারতের ওপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল: এনসিপি আহ্বায়ক