এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। বিবিসির রিপোর্টে উঠে এসেছে- শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। তিনি বলেন, ভারতকেও এ ঘটনার জন্য জবাবদিহি করতে হবে এবং বাংলাদেশ-ভারতের সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশই কেবল ভারতের ওপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল। নাহিদ ইসলাম চুয়াডাঙ্গায় বলেন, দেশে এখনও স্বৈরাচারী আমলের মতো চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারি চলছে, তাই জনগণকে ভয়ের বদলে সাহসী হয়ে রাজপথে নামতে হবে এবং নতুন করে স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে।