ভারতীয় ভোটার হয়েও স্বামী-সন্তান রেখে পাকিস্তান চলে যেতে হচ্ছে সারদাকে!
বিগত ৩৫ বছর ধরে ভারতে বসবাস করছেন এ নারী। বিয়ে করেছেন ওডিশার বোলাঙ্গিরের বাসিন্দা মহেশ কুকরেজাকে; আছে দুই সন্তান আর নাতি-পুতিও। কিন্তু, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনার বলি হতে হচ্ছে তাকে। যত দ্রুত সম্ভব তাকে ভারত ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ওডিশা পুলিশ।