ওডিশার সারদা বাই ৩৫ বছর ভারতে বসবাস এবং ভোটার আইডি থাকার পরও পাকিস্তানে ফেরত পাঠানোর মুখে পড়েছেন। পাকিস্তানে জন্মগ্রহণ করায় তাকে কখনো ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়নি। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ায় তার ভিসা বাতিল করে ভারত সরকার। স্বামী-সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে থাকার আকুতি জানালেও প্রশাসন অনড় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।