ওডিশার সারদা বাই ৩৫ বছর ভারতে বসবাস এবং ভোটার আইডি থাকার পরও পাকিস্তানে ফেরত পাঠানোর মুখে পড়েছেন। পাকিস্তানে জন্মগ্রহণ করায় তাকে কখনো ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়নি। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ায় তার ভিসা বাতিল করে ভারত সরকার। স্বামী-সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে থাকার আকুতি জানালেও প্রশাসন অনড় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।