এআই ব্যবহারে বছরে সাশ্রয় ৫০ কোটি ডলার —মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শুধু কল সেন্টার খাত থেকেই গত এক বছরে ৫০ কোটি ডলার সাশ্রয় করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বাণিজ্য বিভাগের প্রধান জাডসন অলথফ এ তথ্য জানিয়েছেন। তবে ঘোষণাটি এসেছে মাইক্রোসফটের তৃতীয় দফায় প্রায় নয় হাজার কর্মী ছাঁটাইয়ের মাত্র এক সপ্তাহ পরই। খবর টেকক্রাঞ্চ।