Web Analytics

আলী আহসান জুনায়েদ লিখেছেন, শহিদ জসিম ভাইয়ের কন্যা ধর্ষণের শিকার হলেন, আত্মহত্যাও করলেন। ধর্ষকের বিচার ও শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ইন্টেরিমের দায়িত্ব। আর যদি এর জন্য আন্দোলন করা লাগে, তাহলে ইন্টেরিমকে বলব দায়িত্ব ছেড়ে দিয়ে জনতার কাতারে নেমে আসুন। আরও লিখেছেন- একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, বিচার না কইরা এ দেশে কোনো রাজনৈতিক মীমাংসার সুযোগ নাই। পিলখানা, শাপলা, জুলাই শহিদদের খুনের বদলায় আইনি ফায়সালা চাই, চাই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সমস্ত দুর্বৃত্তায়নের যথাযথ বিচার।

28 Apr 25 1NOJOR.COM

বিচার না করে কোনো রাজনৈতিক মীমাংসার সুযোগ নাই: আলী আহসান জুনায়েদ

নিউজ সোর্স

‘বিচার না করে কোনো রাজনৈতিক মীমাংসার সুযোগ নাই’

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) শনিবার রাতে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৯টায় শেখেরটেক ৬ নাম্বার রোডের বি/৭০ নাম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবরটি নিশ্চিত করেছেন শহিদ জসিম উদ্দিনের চাচাতো ভাই মো. কালাম হাওলাদার।