‘বিচার না করে কোনো রাজনৈতিক মীমাংসার সুযোগ নাই’
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) শনিবার রাতে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৯টায় শেখেরটেক ৬ নাম্বার রোডের বি/৭০ নাম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবরটি নিশ্চিত করেছেন শহিদ জসিম উদ্দিনের চাচাতো ভাই মো. কালাম হাওলাদার।