আলী আহসান জুনায়েদ লিখেছেন, শহিদ জসিম ভাইয়ের কন্যা ধর্ষণের শিকার হলেন, আত্মহত্যাও করলেন। ধর্ষকের বিচার ও শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ইন্টেরিমের দায়িত্ব। আর যদি এর জন্য আন্দোলন করা লাগে, তাহলে ইন্টেরিমকে বলব দায়িত্ব ছেড়ে দিয়ে জনতার কাতারে নেমে আসুন। আরও লিখেছেন- একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, বিচার না কইরা এ দেশে কোনো রাজনৈতিক মীমাংসার সুযোগ নাই। পিলখানা, শাপলা, জুলাই শহিদদের খুনের বদলায় আইনি ফায়সালা চাই, চাই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সমস্ত দুর্বৃত্তায়নের যথাযথ বিচার।