Web Analytics

আলী আহসান জুনায়েদ লিখেছেন, শহিদ জসিম ভাইয়ের কন্যা ধর্ষণের শিকার হলেন, আত্মহত্যাও করলেন। ধর্ষকের বিচার ও শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ইন্টেরিমের দায়িত্ব। আর যদি এর জন্য আন্দোলন করা লাগে, তাহলে ইন্টেরিমকে বলব দায়িত্ব ছেড়ে দিয়ে জনতার কাতারে নেমে আসুন। আরও লিখেছেন- একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, বিচার না কইরা এ দেশে কোনো রাজনৈতিক মীমাংসার সুযোগ নাই। পিলখানা, শাপলা, জুলাই শহিদদের খুনের বদলায় আইনি ফায়সালা চাই, চাই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সমস্ত দুর্বৃত্তায়নের যথাযথ বিচার।

Card image

Related Memes

logo
No data found yet!