Web Analytics

বিবিসি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে প্যানোরামা অনুষ্ঠানে তার ৬ জানুয়ারি ২০২১ সালের ভাষণের ভুল সম্পাদনার জন্য, যা তাকে সহিংসতার সরাসরি আহ্বান জানাতে দেখানোর ভ্রান্ত ধারণা দেয়। তবে সংস্থাটি ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে, দাবি করেছে যে মানহানির কোনো আইনি ভিত্তি নেই। এই বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন। বিবিসি জানিয়েছে, সম্পাদনাটি অনিচ্ছাকৃত ছিল এবং বক্তৃতা সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে করা হয়েছিল। ট্রাম্পের আইনজীবীরা পূর্ণ প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করে মামলা করার হুমকি দিয়েছেন। বিবিসি বলেছে, অনুষ্ঠানটি ট্রাম্পের ক্ষতি করেনি এবং রাজনৈতিক বক্তব্য আইনি সুরক্ষা পায়। ২০২২ সালের নিউজনাইটের আরেকটি অনুরূপ সম্পাদনাও এখন তদন্তাধীন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।